দর্শকদের মন জয় করতে চান তিনি
বিজ্ঞাপন চিত্রে মডেল হলেন তামান্না সরকার !!
জানুয়ারি ১০ ২০২১, ০০:৫৬
আজকের ঝলক বিনেদন ডেস্ক
এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ এই সময়ের প্রতিভাবান তরুন অভিনেত্রী তামান্না সরকার প্রথমবারের মত বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন। নিউ সোলার মশার কয়েলের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে অাত্নপ্রকাশ করেন ।
তামান্না সরকার। বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন নাট্য নির্মাতা সঞ্জীব চন্দ্র দাস। তামান্না সরকার ইতিমধ্যে ফটোশুট, একক নাটক সহ একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকের মনজয় করেছেন। নির্মাতা সঞ্জীব চন্দ্র দাস বলেন, “তামান্না
অগেও অমার একটা ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন, অভিনয়ের প্রতি তিনি খুব মনোযোগী, অাশা করছি এইভাবে অধ্যাবসায় চালু রাখলে তিনি ভবিষ্যতে ভাল ভাল কাজ দর্শকদের উপহার দিবে।
তামান্না বলেন, “আমি অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চাই, ভালো ভালো কাজের মাধ্যমে দর্শক হৃদয়ে বেচে থাকতে চাই আজীবন, অামার জন্য সবাই দোয়া করবেন।”