ফরিদপুরে ট্রে’নের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আ’ত্মহত্যা
নভেম্বর ১৭ ২০২০, ১৮:০০

ফরি’দপুরের বোয়ালমারীতে ট্রে’নের নিচে ঝাঁপ দিয়ে প্রে’মিক যুগল আ’ত্মহত্যা করেছে। আ’জ মঙ্গলবার দুপুরে সা’ড়ে ১২টার দিকে বো’য়ালমারী পৌরসভার সো’তাশী গ্রামের রেলগেট সং’লগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
আ’ত্মহত্যা করা প্রেমিক যুগলরা হলে’ন- মো. ফজলের রহমান (১৯) ও ফা’রজানা আক্তার মুক্তা (১৮)। এর ম’ধ্যে ফজলের রহমান লাল’মনিরহাট জেলার আদিতমারী উ’পজেলার নায়েগড়বাড়ী গ্রা’মের গোলাম সাইফুল ইসলামের ছে’লে। আর ফা’রজানা ফরি’দপুরের আলফাডাঙ্গা উপজে’লার চরনারনদিয়া গ্রামের আলী আক’বর শেখের মেয়ে।
খবর পেয়ে’ বোয়ালমারী ফায়ার সার্ভি’সের একটি দল ঘটনাস্থল থে’কে ম’রদেহ উদ্ধার করে বোয়ালমারী থা’না পুলিশের নিকট হস্তান্তর ক’রেছেন। বোয়ালমারী ফা’য়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্ম’কর্তা ওহিদুজ্জামান খান সাইফুর ঘ’টনার সত্যতা নিশ্চিত করে’ছেন।
এ ব্যাপা’রে রাজবাড়ি রেলওয়ে থানা’র উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, আমরা ঘ’টনাস্থল পরিদর্শন ক’রেছি। আর ম’রদেহ বোয়ালমারী স্বাস্থ্য কম’প্লেক্স থেকে উদ্ধার করে ময়না’তদন্তের জন্য মর্গে পা’ঠানো হয়েছে।