আসামি ধরতে গিয়ে হামলায় আহত ২ পুলিশ

Spread the love

সিরাজগঞ্জে সাং’বাদিককে মারপিটের মা’মলায় আসামি ধরতে গিয়ে স্ব’জন ও এলাকাবাসীর হা’মলায় আহত হয়েছেন দুই পু’লিশ সদস্য। শুক্রবার (৬ নভেম্বর) বি’কেলে পৌর এলাকার ভাঙাবাড়ি মহল্লায় এ ঘ’টনা ঘটে। পরে এ ঘটনায় তিন’জনকে আটক করেছে পুলিশ।’

আহতরা হ’লেন- সিরাজগঞ্জ সদর থানার উপ-প’রিদর্শক মেহেদী হাসান ও ক’নস্টেবল মিঠুন। আহত দু’ই পুলিশ সদস্যকে সিরাজগঞ্জ ২৫০ শ’য্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফ’জিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নি’য়েছে।

সদর থা’নার পরিদর্শক (তদন্ত) গোলাম মো’স্তফা জানায়, স্থানীয় দৈনিক আ’জকের সিরাজগঞ্জ পত্রিকায় আ’ইপিএল জুয়া সংক্রান্ত এ’কটি সংবাদ প্রকাশের জে’র ধরে শুক্রবার সকালে ওই প’ত্রিকার সাংবাদিক নাজমুল নিশানকে মারধর ক’রা হয় এবং আ’ইডি কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘ’টে।

এর’পর ওই পত্রিকার সম্পাদক জে’হাদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গাবাড়ি ম’হল্লার আল-আমিনসহ অ’জ্ঞাতনামা কয়েকজনের বি’রুদ্ধে থানায় মামলা দায়ের ক’রেন। বিকেলে ভা’ঙ্গাবাড়ি মহল্লায় অভিযান চা’লিয়ে আসামি আল-আমিনকে গ্রে’ফতার করে পুলিশ।

এ স’ময় পুলিশের ওপর হামলা চালিয়ে আ’সামিকে জোরপূর্বক ছিনিয়ে নে’য় স্বজনেরা। হা’মলাকারীরা উপ-পরিদর্শক মে’হেদী হাসান ও কনস্টেবল মিঠুনকে মা’রধর করে। এ ঘটনায় সন্ধ্যায় অভিযান চালিয়ে আ’সামি আল-আমিনসহ তিনজনকে আ’টক ‘করা হ’য়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »