মদ ভেবে বিষাক্ত রাসায়নিক পানে ২ জনের মৃত্যু
নভেম্বর ০৬ ২০২০, ১৯:৪৫

কলেজের ল্যা’বরেটরিতে ছিল বিষাক্ত রা’সায়নিক। সংস্কার কা’জ করতে এসে সেই রা’সায়নিককে মদ ভে’বে চুরি ক’রে পান করেন তি’ন রং মিস্ত্রী। এতে মা’রা যান দুই ‘শ্রমিক। গুরুতর অসুস্থ হয়ে হা’সপাতালে ভর্তি আরেক শ্র’মিক।
বৃহ’স্পতিবার (০৫ নভেম্বর) খুলনা স’রকারি মহিলা কলেজের ল্যা’বরেটরিতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার খু’লনা সরকারি মহিলা ক’লেজের ল্যাবরেটরিতে সং’স্কার কাজ করেন পা’রভেজ, রফিক বি’শ্বাস ও শামীম নামে ৩ জন রঙ মিস্ত্রী। এস’ময় মদ ভে’বে ল্যাবে থাকা বিষাক্ত রা’সায়নিক চুরি করে নিয়ে যায় তা’রা। পরে রাতে নগরীর দৌ’লতপুরের কা’রিগর পাড়া এলাকায় পা’রভেজের বাড়িতে বসে ওই রা’সায়নিক পান করেন তি’ন শ্রমিক। এতে গুরুতর অ’সুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে খুলনা মেডি’কেল কলেজ হাসপাতালে ভ’র্তি করা হয়। শুক্রবার স’কালে চিকিৎসাধীন অ’বস্থায় পারভেজ ও রফিক বিশ্বাস না’মে দুই শ্রমিকের মৃত্যু হয়। শা’মীম নামে আরেক শ্রমিক হাস’পাতালে চিকিৎসা’ধীন রয়েছেন।
খুলনা মেডি’কেল কলেজ হাসপাতা’ল সহকারী রেজিস্ট্রার ডা. অ’নল রায় বলেন, ‘অ’সুস্থ শামীমের অব’স্থা মোটামুটি স্টেবল। তবে এগু’লো তো শুরুতে বোঝা যা’য় না। শামীমের এখন জ্ঞা’ন আছে, সে কথা ব’লছে। আমরা তার কিছু বায়ো’কেমিক্যাল পরীক্ষা ক’রাতে দিয়েছি। রিপোর্ট’গুলো হাতে পেলে বু’ঝা যাবে তার অ’বস্থা কতটা গুরুতর।’
তবে কলেজের ল্যা’বে ঐ তিন শ্রমিক সং’স্থার কাজ করলেও কো’ন রাসায়নিক দ্রব্য চু’রি হয়নি বলে দা’বি অধ্যক্ষের।
খু’লনা সরকারি মহিলা কলেজের অ’ধ্যক্ষ এটিএম জাকি’র হোসেন বলেন, ‘আ’মাদের ল্যাবের ভিতর থে’কে একটা পাতা নি’য়েও তারা বের হ’তে পারবে না। বের হওয়ার স’ময় সার্চ করা হয়। আ’মরা দেখলাম তারা যে তি’নজন কাজ করে তারা চলে গে’ল বের হয়ে। যাও’য়ার সময় তারা খালি হাতেই গে’ছে। আমাদের ভিডিও ফু’টেজ আছে।’
এ ঘটনায় দৌ’লতপুর থানায় একটি অ’পমৃত্যু মামলা হ’য়েছে।