মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
নভেম্বর ০৫ ২০২০, ১৮:২৯

মরিশাসের রাজ’ধানী পোর্ট লুইসে এক স’ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নি’হত হয়েছেন। এ সময় আ’হত হয়েছেন আরও ক’য়েক ডজন লোক। আহতদের ম’ধ্যে দু’জনের অবস্থা আ’শঙ্কাজনক।
বৃহ’স্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রা’জধানী পোর্ট লুইসের পা’ইল নামক স্থানে এ দুর্ঘ’টনা ঘটে। দুর্ঘটনায় হতা’হতদের বিস্তারিত পরি’চয় তাৎক্ষণিকভাবে পাওয়া যা’য়নি।
প্রবাসী বাং’লাদেশিরা জানান, শ্রমিকরা বা’সযোগে কাজে যাচ্ছি’লেন। হঠাৎ গাড়িটি নি’য়ন্ত্রণ হারিয়ে পা’ইল নামক স্থানে এ’কটি বাসস্ট্যা’ন্ডের ভেতরে ঢু’কে পড়ে। এতে এ হতাহতের ঘ’টনা ঘটে।
মরি’শাসে নিযুক্ত বাংলাদেশের হাই’কমিশনার রেজিনা আহমেদ জা’নান, তারা নিহত শ্র’মিকদের ক্ষতিপূরণ নি’শ্চিত করবেন।