র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান খায়রুল ইসলাম

Spread the love

পুলিশের এলিট ফোর্স র‌্যা’পিড অ্যাকশন ব্যা’টালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শা’খার পরিচালক হিসেবে দা’য়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট ক’র্নেল মুহাম্মদ খায়রুল ই’সলাম। বুধবার (৪ নভেম্বর) তি’নি র‌্যাবের গোয়েন্দা শাখার ন’তুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর ফ’লে তিনি লে’ফটেন্যান্ট কর্নেল সা’রওয়ার-বিন-কা’শেমের স্থলাভিষিক্ত হ’লেন।

লেফটেন্যান্ট ক’র্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাং’লাদেশ সেনাবাহিনীর এ’কজন সুযোগ্য ক’র্মকর্তা। তিনি সে’নাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গু’রুত্বপূর্ণ পদে দায়িত্ব পা’লন করেছেন। তি’নি মিরপুর ডিফেন্স সা’র্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ ক’লেজের একজন গ্র্যা’জুয়েট। তার গো’য়েন্দা সংস্থায় কাজ ক’রার অভিজ্ঞতাও রয়েছে। তি’নি সুদানে জাতিসংঘ মি’শনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছি’লেন।

মুহাম্মদ খায়’রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সে’প্টেম্বর প্রেষণে র‌্যাবে যো’গদান করেন এবং একই বছ’রের গত ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অ’ধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্র’হণ করেন। তার নে’তৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিন’তাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বি’ভিন্ন অপরাধীদের দমনে সফ’লতার সঙ্গে কাজ ক’রেছেন। এছাড়াও তিনি উ’গান্ডা, যুক্তরাজ্য, ভার’ত এবং যুক্তরাষ্ট্র থে’কে বিভিন্ন প্রশিক্ষণ ও অ’ন্যান্য সরকারি কাজে গমন ক’রেছেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »