শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও সব চাকরিতে ডোপ টেস্ট: টুকু

Spread the love

সরকারি বেসরকারি শি’ক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ডোপ টে’স্টের নিয়ম করা হচ্ছে। একই স’ঙ্গে সরকারি চাকরির মতো বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাক’রির ক্ষেত্রেও ডোপ টেস্টের বিধান বাধ্যতামূলক করা হ’চ্ছে। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় জা’তীয় সংসদের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে এস’ব কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থা’য়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু।

শিশু অ’ধিকারবিষয়ক সংসদীয় ককাস এবং স’মাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার যৌথ আ’য়োজনে ‘মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্ট-এই মুহূর্তে করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্র’ধান অতিথির বক্তৃতায় তিনি এসব ক’থা বলেন।
তিনি জানান, মাদক নির্মূলে রাজনীতিতে স’ম্পৃক্ত হতে এবং যে কো’নো পর্যায়ের নির্বাচনে অংশগ্রহনের ক্ষেত্রেও ডোপ টেস্টের বাধ্যবাধকতা থাকছে। তবে ডোপ টে’স্টের এমন বিধান বাস্তবায়নের ক্ষে’ত্রে কোনো অপব্যবহার যাতে না হয় সে ব্যাপারে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্বাধীন প্রতি’ষ্ঠান করার বিষয়টিও সরকা’রের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।
শামসুল হক টুকু বলেন,বাং’লাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হও’য়া সত্ত্বেও সীমান্তের ৪ হা’জার কিলোমিটার দিয়ে দেশে মাদক ঢুকছে। তরুণ সমাজ মা’দকের ছোবলে ভয়াবহ হুম’কিতে রয়েছে। প্রধানমন্ত্রীর মাদক বিরোধী উদ্যো’গকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। দেশে মাদক প্র’বেশে সীমান্তে আইনশৃঙখলা বা’হিনীর নজরদারি আরও বা’ড়ানোর ওপরও জোর দেন সা’বেক এই স্বরাষ্ট্র প্র’তিমন্ত্রী।

অনু’ষ্ঠানে এক লিখিত প্রবন্ধে জানানো হয়, দে’শে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ মাদকাসক্ত রয়েছে।  প্র’তি বছর মাদকের পেছনে প্রায় ৬০ হাজার কোটি টাকা ন’ষ্ট হচ্ছে। গত ১০ বছরে মা’দকাসক্তির কারণে সন্তানের হাতে খুন হ’য়েছে ২০০ মা-বাবা।
অনুষ্ঠানে সাংবাদি’কদের এক প্রশ্নের জবাবে শামসুল হক টুকু লাল’মনিরহাটে মানুষ পুড়িয়ে মা’রার ঘটনাকে দুর্ভাগ্য জনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, অসাম্প্রদায়িকতা বাং’লাদেশের ভিত্তি হলেও উগ্র মৌ’লবাদীদের অস্তিত্ব এখনো বি’লীন হয়নি। সরকার দায়ি’ত্বে অবহে’লা করছে না। লালমনিরহাটের ঘটনা স্থানীয় প্র’শাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দে’খছে।
সমাজ কল্যা’ণ ও উন্নয়ন সংস্থার (স্কাস) চেয়ারম্যান জে’সমিন প্রেমা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতি’থি হিসেবে উ’পস্থিত ছিলেন মাদক নিয়’ন্ত্রণ অ’ধিদফতরের ম’হাপরিচালক আহসানুল জব্বার।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »