দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫৯৪১, শনাক্ত কমেছে

Spread the love

দেশে গত ২৪ ঘণ্টায় ক’রোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নি’য়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁ’ড়াল ৫ হাজার ৯৪১ জনে। এ ছাড়া ক’রোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হা’জার ৫৬৮ জনের দেহে। এ নিয়ে মো’ট শনাক্ত হলো ৪ লাখ ৯ হাজার ২৫২ জ’ন করোনা রোগী। 

রোববার (১ নভেম্বর) বি’কেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অ’ধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জা’নানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অ’ধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞ’প্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সু’স্থ হয়েছেন ১ হাজার ৭৯৫ জন। মোট সু’স্থ হয়েছেন ৩ লাখ ২৫ হা’জার ৯৪০ জন।

এর আ’গে শনিবার (৩১ অক্টোবর) দেশে আরও ১ হা’জার ৬০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছা’ড়া আক্রান্তদের মধ্যে মারা যা’ন আরও ১৯ জন।

এদিকে মহামা’রি করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় শ’নাক্ত রোগীর সংখ্যা ছা’ড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার। এ স’ময়ে প্রাণহানি ঘ’টেছে প্রায় সাড়ে ৬ হাজার মানু’ষের।

করোনাভা’ইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণ’হানির পরিসংখ্যান রাখা ওয়েব’সাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃ’ত্যু হয়েছে ১২ লাখ ১৯৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হা’জার ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বা’ড়ি ফিরেছেন ৩ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৫২০ জন।

বিশ্বে এ’খন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্ত’রাষ্ট্রে, ২ লাখ ৩৬ হাজার ৭২ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রা’ন্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষ’মতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ৯৪ লাখ ২ হা’জার ৫৯০ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সং’খ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশ’টিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন। এখন পর্যন্ত দেশটি’তে করোনায় আক্রান্ত হয়ে মারা গে’ছেন ১ লাখ ২২ হাজার ১৪৯ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃ’তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রা’জিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে’ছেন ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন। এখন প’ন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৯ হা’জার ৯০২ জন।

করোনায় মৃ’তের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশ’টিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ হাজা’র ৭৫৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রা’ন্ত হয়েছে ৯ লাখ ২৪ হাজা’র ৯৬২ জন।

আক্রান্তের দিক থেকে চ’তুর্থ অবস্থানে আছে রাশি’য়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হ’য়েছে ১৬ লাখ ১৮ হাজার ১১৬ জন। আর মৃতের সংখ্যা ২৭ হা’জার ৯৯০ জন।

সুস্থতার দিক থেকে প্র’থম অবস্থানে উঠে এসেছে ভা’রত (৭৪ লাখ ৮৯ হাজার ২০৩ জন), দ্বিতীয় অব’স্থানে আছে যুক্তরাষ্ট্র (৬০ লাখ ৬২ হাজার ৪৩৮ জন) এবং তৃতীয় অবস্থানে আ’ছে ব্রাজিল (৪৯ লাখ ৭২ হা’জার ৮৯৮ জন)।

গত বছ’রের ডিসেম্বরের শেষ দিকে চী’নের হুবেই প্রদেশের উহান থেকে করো’নাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অ’ঞ্চলে ছড়িয়ে পড়েছে কো’ভিড-১৯।

  ১ নভেম্বর (রোববারে)-এর আ’পডেট

   গত ২৪ ঘণ্টায়   মোট
 শনাক্ত ১৫৬৮ ৪০৯২৫২
 মৃত্যু ১৮  ৫৯৪১
 সুস্থ ১৭৯৫ ৩২৫৯৪০
 পরীক্ষা ১২৫৪৯ ২৩৪৮৮১১

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »