পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবন

Spread the love

করোনা মহামারির কা’রণে টানা সাত মাস বন্ধ থা’কার বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরে’স্ট সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে। পর্যটকদের জন্য দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরবে সুন্দর’বনকেন্দ্রিক পর্যটন শিল্পে।’

শুক্রবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানা’নো হয় রোববার (০১ নভেম্বর) থেকে পর্যটকদে’র জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন। তবে বন বি’ভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দ’রবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।

সুন্দরবন পূর্ব বন বিভা’গের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো’হাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে’ছে বনবিভাগ। করোনা পরি’স্থিতিতে সুন্দরবনে প্র’বেশের জন্য পর্যটকদের বিশেষ নির্দেশনা রয়েছে। কোন একটি জাহা’জে ৫০ জনের বেশি পর্যটকদের সু’ন্দরবনে প্রবেশ করতে পার’বেন না। পর্যটকদের প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হ্যান্ড স্যানিটা’ইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা’র জন্যও বন বিভাগের চেষ্টা থাকবে বলে উল্লেখ ক’রেন তিনি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »