সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার দাবি

Spread the love

মু’জিববর্ষেই ঢাকা মহানগরের সব প্রতিষ্ঠানের নামফলক বাং’লায় করার দাবি জানিয়েছে বাং’লা প্রচলন প্রয়াস (বাপ্রপ্র) নামে সং’গঠন। আগামী ৩১ অক্টোবর জা’তীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উ’দ্যোগে মানববন্ধনের আ’য়োজন করা হয়েছে। বাংলা ভাষা নিয়ে স’চেতনতায় এদিন প্রচারপত্র বি’লি করা হবে।

বাপ্রপ্র’র প্রধান স’মন্বয়ক আলমগীর রুমি জানান, বিভিন্ন প্র’তিষ্ঠানের ইংরেজিতে লেখা না’মফলকগুলোর উ’পরে বড় করে বাং’লাভাষায় নাম ফলক লেখা, বিভিন্ন যা’নবাহনের গায়ে ইংরেজি পরিচিতির উপরে বাং’লায় পরিচিতি লেখা’র দাবি নিয়েই তারা এ’গিয়ে যাচ্ছেন।

ঢা’কা মহানগরের দুই সিটি ক’রপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছে সং’গঠনটি।

বাপ্রপ্র জানায়, ১৯৮৭ সা’লের ৮ মার্চ বাংলা ভাষা প্রচলন আ’ইন পাস হয়। এই আইনে বলা হ’য়েছে, বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস, আদালত, আধা সরকারি, স্বা’য়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত সব ক্ষে’ত্রে নথি, চিঠিপত্র, আইন আদালতে সওয়াল জবাব, অ’ন্যান্য আইনানুগ কার্যাবলি অবশ্যই বাংলায় লিখতে হবে। কো’নো ব্যক্তি বাংলা ছাড়া অন্য কো’নো ভাষায় আবেদন বা আপিল ক’রলে সে আবেদন বেআইনি ও অ’কার্যকর বলে গণ্য হবে।

আ’ইনে আরও বলা আছে, যদি কোনো ক’র্মকর্তা বা কর্মচারী এই আইন অ’মান্য করেন তবে তা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অ’সদাচরণ করেছেন বলে গণ্য হবে। তা’র বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃ’ঙ্খলা ও আপিল বিধি অ’নুসারে ব্য’বস্থা গ্রহণ করা যাবে। আইনটির বা’স্তবায়ন চায় সংগঠনটি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »