মুলাদীতে শহীদ সাংবাদিক মনির রাড়ীর স্মরণসভা অনুষ্ঠিত
ডিসেম্বর ২২ ২০২০, ১৮:১৫
মুলাদী প্রতিনিধি ॥
মুলাদীতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সাংবাদিক মনির হোসেন রাড়ীর ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কোরআনখানী, স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মুলাদী প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন। এসময় উপস্থিত ছিলেন অনলাইন রূপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান খান শিপু, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. ফিরোজ রাড়ী, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন এনামুল, সাপ্তাহিক গণবার্তার সম্পাদক মো. শাহীন হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কে.এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ, সদস্য সিরাজ মোল্লা, মুলাদী তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদী হাসান, মুলাদী সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি এই.এম মনিরুজ্জামান মনির, সদস্য মাও. দেলোয়ার হোসেন, শহীন মনির রাড়ীর পুত্র মুছাব ইবনে মনিরসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীন গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য মুলাদী প্রেসক্লাবের তৎকালীন সভাপতি সাংবাদিক মনির হোসেন রাড়ী ২০১০ সালের ২১ ডিসেম্বর অন্যের চলাচলের রাস্তা তৈরি করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন।
































































































