ভোটের এক ঘণ্টা আগে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক-টুইটার
নভেম্বর ০৩ ২০২০, ২০:০২
মার্কিন যু’ক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন চলছে। স্থা’নীয় সময় মঙ্গলবার (০৩ নভেম্বর) ভো’টগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরু হ’ওয়ার মাত্র এক ঘণ্টা আগে ট্রা’ম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে টুইটার। ফে’সবুকও হেঁটেছে একই পথে।
নির্বাচন স’ম্পর্কিত ট্রাম্পের টুইট ও পোস্টকে ভু’য়া খবর হিসেবে শনাক্ত করে সামাজিকমাধ্যম দু’টি এ পদক্ষেপ নিয়েছে বলে খবর দি’য়েছে বিবিসি।
পোস্টাল ভো’ট পৌঁছানোর সময় বাড়ানোর বিষয়ে আ’দালতের সময় বৃদ্ধির সিদ্ধান্তকে ‘বি’পজ্জনক’ ও ‘প্রতারণা’ উ’ল্লেখ করে পোস্ট করেন ট্রা’ম্প। কিছুক্ষণের মধ্যে তার পোস্টটি ঢে’কে দেয় টুইটার।
একই পথে হেঁ’টেছে ফেসবুক। ফে’সবুক স্থানীয় স্বতন্ত্র ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের মাধ্যম ভু’য়া খবর ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নি’য়ে থাকে। এমন একটি প্রতিষ্ঠানের রি’পোর্টের ভিত্তেতে ট্রাম্পের পোস্ট ঢেকে দিয়েছে ফে’সবুক।
এদিকে যু’ক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভো’টগ্রহণের প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফ’লাফল জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এর একটিতে সব ভোট পেয়েছেন ডে’মোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর অ’ন্যটিতে বেশি ভোট পেয়েছেন ট্রা’ম্প।
সিএনএন জানায়, নি’উ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল ন’চ শহরের একটি কেন্দ্রের ভো’টগ্রহণ ও গণনা শেষ হয় রা’তের প্রথম প্রহরেই। এ’ই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। তার সব ভোট পে’য়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বা’ইডেন।
ওই এ’লাকার ঐতিহ্য অনুযায়ী ভোটাররা সোমবার (২ নভেম্বর) ম’ধ্যরাতে ভোট দিতে ব্যালসামস রি’সোর্টে যান। মঙ্গলবার (৩ নভেম্বর) রা’তের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে প্র’ত্যেকে ভোট দেন
সিএনএন জানায়, ডি’ক্সভিল নচ মাত্র ১২ জন বা’সিন্দার একটি ছোট্ট শহর। মঙ্গলবার রা’ত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কে’ন্দ্রের ফলাফল জা’নিয়ে দেওয়া হয়। এই কে’ন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁ’চটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পে’য়েছেন।
এ ছাড়া মিস’ফিল্ড নামের একটি এলাকায় একটি কে’ন্দ্রে একইভাবে ২১টি ভোট প’ড়েছে। এ কেন্দ্রে ব’র্তমান প্রেসিডেন্ট ডো’নাল্ড ট্রাম্প পে’য়েছেন ১৬ ভোট এবং বাইডেন পে’য়েছেন ৫ ভোট।
































































































