ঝালকাঠী-২ (ঝালকাঠী ও নলছিটি)

তৃণমূলে জনপ্রিয় ইলেন ভূট্টো

Spread the love

তৃণমূলে জনপ্রিয় ইলেন ভূট্টো

ঝালকাঠী ২ (জাতীয় সংসদের ১২৬নং) আসনে সবচেয়ে জনপ্রিয় ইসরাত সুলতানা ইলেন ভূট্রো। মরহুম জুলফিকার আলীয়  ‍ভূট্টো ছিলেন, ঝালকাঠী-নলছিটি গনমানুষের প্রাণের নেতা। নলছিটির প্রায় ৯৮% মানুষ তার ভক্ত। জুলফিকার আলী ভূট্টো তার জীবদ্দসায় নলছিটিতে ব্যাপক উন্নয়ন করেছেন: রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নলছিটির ভাগ্যের পরিবর্তন করেছেন জুলফিকার আলী ভূট্টো। ২০০০ সালের ২৯ মে’ জুলফিকার আলী ভট্টো মৃত্যুবরণ করলে, ঐ আসনে স্বতন্ত প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে টেলিভিশন মার্কায় ততকালীন খাদ্যমন্ত্রী আমির হোসেন আমির বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করেন এবং নানান প্রতিকূলতার মধ্যেও ইলেন ভূট্টো তার জনপ্রিয়তার উদাহরণ সৃষ্টি করলে, পবর্তীতে ২০০১ সালে তাকে বিএনপি নমিনেশন দিলে তিনি বিপুল ভোটে আমির হোসেন আমুকে পরাজিত করে এমপি নির্বাচিত হন।

এমপি নির্বাচিত হওয়ার পরে তিনি খুব সুন্দরভাবে তার কাজ পরিচালনা করেছেন এবং উন্নায়নের ধারা অব্যাহত রেখেছেন। নলছিটির মানুষ ইসরাত সুলতানা ইলেন ভূট্টোকে খুবই পছন্দ করেন। এছাড়াও ঝালকাঠীর বিভিন্ন ইউনিয়নে তার নিজস্ব ভোট রয়েছে। বলা হয়ে থাকে একমাত্র ইলেন ভূট্টোর নলছিটি-ঝালকাঠীতে নিজস্ব ভোট ব্যাংক রয়েছে যা অন্য কোনো প্রার্থীর নেই।

ঝালকাঠী -২ আসনের জনগন মনে করেন জনপ্রিয়তার দিক দিয়ে ইলেন  ‍ভূট্টোর প্রতিদ্বন্দ্বী নেই। বিএনপি যদি ভোটে নির্বাচিত হওয়ার চ্যালেঞ্জে পড়ে তাহলে ইলেন ভূট্টো হতে পারে অন্যতম উপায়। এই আসনে বিএনপিরও রয়েছে একটি নিজস্ব ভোট ব্যাংক। তাই ইলেন ভূট্টো নমিনেশন পেলে বিজয়ী হতে খুব বেশি বেগ পেতে হবেনা।

যদিও এই আসনে নমিনশের দৌড়ে অনেকে আছেন যার মধ্যে এ্যাডভোকেট শাহদত হোসেন, মাহবুবুল হক নান্নু, মিয়া আহম্মেদ কিবরিয়া, জেবা আমিন খানসহ আরো অনেকে।

এই আসনে:

  • ৩,৪২,১৬৮ (ডিসেম্বর ২০২৩)
  • পুরুষ ভোটার: ১,৭৩,৯০২
  • নারী ভোটার: ১,৬৮,২৬৪
  • হিজড়া ভোটার: ২

আরো পড়ুন সাইলেন্ট থাকা মোবাইল খুঁজে পাবেন যেভাবে



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »