সাহিদুর রহমান – বিশেষ প্রতিনিধিঃ– প্রেমিকার সাথে অভিমান করে ভোলা সরকারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সম্পদ চন্দ্র দে আবেগী চিরকুট লিখে নিজ বাড়ির কক্ষে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে ভুমি অফিসের কর্মকর্তা নিতাই চন্দ্র রক্ষি দের ছেলে হচ্ছে সম্পদ চন্দ্র।
চিরকুটে যা লিখা ছিলঃ
অন্তুর কোন দোষ ছিলো না। ভুল সব আমারই ছিলো। আমার আর ভালো লাগেনা এই পৃথিবী। এক বিন্দুও বাচঁতে ইচ্ছে করেনা আর এইখানে থাকতে। এই পৃথিবীতে সত্যি কারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি।
এবিষয়ে নিহতের বোন মৌসুমি জানান, প্রতিদিনের ন্যায় দুপুরে খেয়ে নিজ কক্ষে চলে যায় তার ভাই। তবে বিকেল ৫ টার নাগাদ কোন শব্দ শুনতে না পেয়ে বাড়ির আসপাশের লোকজনের মাধ্যমে দরজা খুলে কক্ষে প্রবেশ করলে গলায় ফাস দেখতে পায় তারা।
পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষনা করেন বলে জানায় নিহতের পরিবার।
এদিকে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান,হাসপাতাল থেকে পুলিশ তার বাড়িতে গিয়ে সকল আলামত জব্দ করেছে।এবং ঘটনাস্থল অর্থাৎ তার বসতঘরের কক্ষ থেকে লিখা একটি চিরকুট পেয়েছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে তাদের ধারনা প্রেমের ব্যার্থতার জের ধরে হয়তো এ আত্মহত্যা হতেপারে। তবে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেছেন। রিপোর্ট আসলে আত্মহত্যা না কি তা সঠিকভাবে বলা যাবে। আপাতত একটি অপমৃত্যু মামল দায়ের করেছে দৌলতখান থানার পুলিশ।