বোনের বাড়িতে বড় ভাইয়ের বুকে ছোট ভাইয়ের ছুরি

Spread the love

তুচ্ছ ঘটনায় য’শোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খু’ন হয়েছে মিরাজ হোসেন (২৮) না’মে এক রাজমিন্ত্রী। আ’জ শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের উ’পশহর বাবলাতলা ব্রিজের সা’মনে এ ঘটনা ঘটে। নিহতের লা’শ যশোর জেনারেল হা’সপাতাল মর্গে পাঠানো হয়েছে। মি’রাজ হোসেন যশোর সদর উ’পজেলার পাগলাদাহ গ্রা’মের মানিক মিয়ার ছেলে।

নিহতের বোন রো’জিনা জানান, আজ দুপুরে পরিবারের স’বাই বোন ময়নার বাড়িতে দাওয়াত খে’তে আসে। এ সময় গো’সলের পানি চেপে দেও’য়া নিয়ে বড়ভাই মিরাজের ‘সাথে তাদের ঝগ’ড়া থেকে হাতাহাতির ঘটনা ঘটে। ছো’টভাই ইরানের সা’থেও তার বড় ভাইয়ের মারামারি হয়। একপর্যায়ে ছু’রিকাহত হন বড় ভাই মি’রাজ। ত’বে তাকে কে ছুরি মেরেছে ‘তা বলতে তি’নি অপরাগতা জা’নান।

প্রতিবেশীরা জানান, ছোট ভাই ইরা’নের হাতে ছুরিকাহত হন মিরাজ। ছু’রিকাহত মিরাজকে হাসপাতালে নি’য়ে গেলে সেখানে তার মৃত্যু’ হয়।

হাসপাতালের জরুরী বি’ভাগের চিকিৎসক অমিয় দাস ব’লেন, তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাস’পাতালে আনার পর আমরা তাকে ভর্তি করি। কি’ছুক্ষণ পর তার মৃ’ত্যু হয়।

কোতয়ালি থানার ওসি (অপারেশন) আবু’ হেনা মিলন বলেন, পা’রিবারিক বিরোধে হত্যাকা’ণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। আ’সামি আটকের চে’ষ্টা চলছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »