নেশার টাকার জন্য নিজ ঘরে আগুন
নভেম্বর ১১ ২০২০, ১৮:৫০

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের দেওয়া অভিযোগে ছে’লেকে এক বছরের বিনাশ্রম কা’রাদণ্ড দিয়েছেন ভ্রা’ম্যমাণ আদালত। একই স’ঙ্গে মাদকাসক্ত ওই যু’বককে এক হাজার টা’কাও জরিমানা করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দু’পুরে সদর উপজেলা নির্বাহী ক’র্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যা’জিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ সা’জা প্রদান করেন। সা’জাপ্রাপ্ত যুবক সদর উপজেলার বু’ধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রা’মের বজলু মিয়ার ছে’লে হৃদয় মিয়া (২৬)।
স’বজান বেগম জানান, গত চার মাস ধ’রে তার সিএনজি অ’টোরিকশাচালক ছেলে হৃ’দয় মাদকাসক্ত। মা’দকের টাকার জন্য সে প্রায়ই বা’ড়িতে অত্যাচার করত। নিজের শ’রীর রক্তাক্ত করে ফে’লত। সম্প্রতি তার অ’ত্যাচারের মাত্রা বেড়ে যা’য়। মঙ্গলবার নি’জের ঘরেই সে আগুন লাগিয়ে দে’য় ও ভাঙচুর চালায়। অ’তিষ্ঠ হয়ে তিনি ভ্রা’ম্যমাণ আদালতে কা’ছে অভিযোগ করেন।
বুধল ই’উনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডে’র মেম্বার (সদস্য) দুলা’ল মিয়া বলেন, হৃদয় স’ম্পর্কে আমার চাচা’তো ভাই। বেশ কিছুদিন ধরে সে বাড়ি’র পাশাপাশি বাইরে মানুষের ও’পর অস্ত্রশস্ত্র নি’য়ে হামলা করতে যা’য়। অত্যাচারে অতি’ষ্ঠ হয়ে তার মা অভিযোগ ক’রেন।
ই’উএনও পঙ্কজ বড়ুয়া জানান, ওই যু’বক মাদকাসক্ত হয়ে অ’ত্যাচার চালাত। তার মা এ অ’ভিযোগ করলে তাকে হা’তেনাতে আটক করে ভ্রা’ম্যমাণ আদালতে সা’জা দেওয়া হয়। সে নিজেও মা’দকসেবন ও অত্যাচা’রের কথা স্বীকার করেছে।