ফেসবুক লাইভে বিষপানে যুবকের মৃত্যু
নভেম্বর ০৬ ২০২০, ২২:২৭

ব্রাহ্মণবাড়িয়ায় পা’রভেজ (২২) নামে এক যুব’ক বিষপান করে আ’ত্মহত্যা করেছেন। শুক্র’বার (৬ নভেম্বর) দুপুরের দিকে চিকি’ৎসাধীন অবস্থায় মারা যা’ওয়ার পর তার মরদেহ উ’দ্ধার করে পুলিশ। পার’ভেজ জেলা সদরের খৈয়াসার গ্রামের মৃত দু’লাল মিয়ার ছেলে।
এদিকে, ফেস’বুক লাইভে এসে পারভেজ বিষ’পান করার ভিডিও সা’মাজিক যোগাযোগ মাধ্যমে ভা’ইরাল হয়েছে। ঘ’টনাটি নিয়ে শহর জু’ড়ে চলছে আলোচনা স’মালোচনা।
স্থানীয় সূ’ত্রে জানা যায়, বাবা মারা যাও’য়ার পর পারভেজ তার মা’কে নিয়ে খৈয়াসার এলাকায় বস’বাস করে আসছিলেন। জীবিকার তাগিদে এলাকার জী’বন মিয়া নামে এক পাইপ ফিটিংসের মি’স্ত্রীর সাথে কাজ করতেন। এর’ মাঝে জীবনের কা’ছ থেকে সুদে বে’শকিছু টাকা ধার আনেন পারভেজ। সে’ই টাকা পারভেজ দিতে পার’ছিলেন না। এরই জেরে বৃহ’স্পতিবার রাতে জীবন দলবল নিয়ে পার’ভেজকে আটক করে ব্যাপক মার’ধোর করে। সেই ক্ষোভ থেকে পা’রভেজ শুক্রবার দু’পুরে ফেসবুক লাইভে এসে বিষপান ক’রে আ’ত্মহত্যা করে। এদিকে ঘটনা পর গা ঢা’কা দিয়েছে জীবন। এলা’কায় তাকে খুঁজে পাও’য়া যাচ্ছে না।
ব্রাহ্ম’ণবাড়িয়া সদর ম’ডেল থানার ভারপ্রাপ্ত ক’র্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, যুব’কের মর”দেহর ময়নাতদন্ত স’ম্পন্ন হয়েছে। এ ঘট’নায় মামলার প্রস্তুতি চ’লছে। আমরা ঘটনার অ’ভিযুক্ত জীবনকে খুঁজে বের ক’রার চেষ্টা করছি। পুরো বি’ষয়টি ত’দন্ত করে প্রয়ো’জনীয় আইনগত ব্যবস্থা গ্র’হণ করা হবে।