বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক হান্নান খান আর নেই

Spread the love

রাজশাহীর বিশিষ্ট ক্রীড়া সাংবা’দিক হান্নান খান আর নে’ই। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢা’কার একটি হাসপাতালে চিকি’ৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক’রোনা আক্রান্ত ছিলেন।

জানা যায়, রাজশাহী কলেজ এবং রাজ’শাহী বিশ্ববিদ্যালয়ের তুখোড় খেলোয়াড় ছিলেন এ ক্রীড়াবিদ। রাজ’শাহীর সানরাইজ ক্লাবের প্রতিষ্ঠাতা খো’দা বখশ্ মৃধা ও হান্নান খান। রে’ডিও এবং টেলিভিশনে ক্রিকে’টের ধারা ভাষ্যকার ছিলেন তিনি।

তার সাংবাদিকতার শুরু দৈনিক বার্তায়। প’রে ঢাকায় দৈনিক জন’কণ্ঠ, খবর, যায় যায় দিনসহ বি’ভিন্ন পত্রিকায় কাজ ক’রেন। পরে এ’কুশে টেলিভিশন চা’লু হলে সেখানেও কাজ করে’ছেন তিনি। এরপর এটিএন বাং’লায় সিনিয়র স্পোর্টস এডিটর হিসা’বে প্রায় ১৫ বছর’ কাজ’ করেছেন।’

আশির দশ’কে সাউথ কোরিয়া অ’লিম্পিকসহ বিভিন্ন দেশ ভ্রম’ণ করেছেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »