বাবুগঞ্জের সন্তান রবিন নারায়নগঞ্জ মাদ্রাসা থেকে ৭ দিন যাবৎ নিখোঁজ
অক্টোবর ৩০ ২০২০, ২৩:০৩
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি\ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বেলাল হোসেন বেপারির মাদ্রাসা পড়–য়া ছেলে রফিকুল ইসলাম রবিন (১৩) ৭দিন যাবৎ নিখোঁজ রয়েছে। নিখোঁজ রবিনের বাবা বেলালের ব্যবসায়ের সুবাদে ঢাকা নারায়ানগঞ্জ তালতলা মাদ্রাসায় থেকে আলিয়ায় পড়া-লেখা করে আসছে সে। গত ২৩ অক্টোবর নারায়নগঞ্জ
তালতলা আলিয়া মাদ্রাসা থেকে ফোনে পরিবারের কাছে রবিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। ২৬ অক্টোবর
নিখোঁজের ঘটনায় ফতুল্লা থানায় একটি সাধারন ডায়েরি করে রবিনের পরিবার। ডায়েরি নং-১৩২৩। রবিনের বাবা বেল্লাল জানায়, ছেলেকে ২১ অক্টোবর বর্তমান বাসস্থান মধ্য রসুলপুর নুরুল হক মিয়ার বাড়ি থেকে মাদ্রাসায় দিয়ে আসার দুই দিনপর ২৩

অক্টোবর খুজে না পাওয়ার কথা জানায় মাদ্রাসা কতৃপক্ষ। অথচ মাদ্রাসায় খবর নিয়ে জানতে পারি ২২ অক্টোবর থেকে ছেলে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনসহ সকলের কাছে খবর নিয়েছে ৭ দিন পার হলেও কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেকে
খুজে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও গনমাধ্যমের সহযোগীতা কামনা করেছে অসহায় পরিবারটি। নিখোঁজ রবিনের গায়ের রং স্যামলা বর্নের, উচ্চতা ৩ ফুট, পরোনে ছিলো জুম্বা ও লুঙ্গি। নিখোঁজ ছেলেটির কেউ সন্ধান পেলে ০১৭৫২৮৪২৯৮৯(বাবা) অথবা ০১৭২৫২৮০৭৩০(চাচাতো ভাই রিংকু) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
































































































