যখন ভাবি আনমনে ; মোঃ জহিরুল ইসলাম
জুলাই ০৭ ২০২২, ১৭:৩৮
খন ভাবি আনমনে
মোঃ জহিরুল ইসলাম (রাজু)
যখন ভাবি আন মনে
মন ছুটে যায় সবখানে,
কখনোবা খেলার মাঠে
আর কখনো ঝাউবনে ।
যখন আমি থাকি একা
মনটা বেঁধে যায়না রাখা,
ছুটে যায় সে সুদূর পানে
যেথায় সবুজ দীপ আঁকা ।
যখন ভাবি সুখের কথা
উকি মারে স্মৃতির ব্যাথা
ভুলে থাকতে চাইলে দুঃখ
ভেসে ওঠে সকল কথা ।
হোক শেফালী কিংবা বকুল
কিংবা পুজার সাদা নকুল
সারা দিনের মাতামাতি
ভেবে মনতো হবেই আকুল ।
হঠাৎ যখন সন্ধ্যা আসে
আংশুপতি পালায় হেসে
সাঝেঁর বেলায় প্রদিপ জ্বালেই
অন্ধকারটা নেমে আসে ।
হয়তো রাতে লেখা পড়া
কিংবা ক্ষাণিক গল্প করা
টিভি দেখার মাঝেই হঠাৎ
চোখে আসে ঘুমের তারা ।
ঘুমিয়ে যখন থাকি আমি
দেখি স্বপ্ন অনেক দামী
সুন্দর সকাল হবে যখন
তখন হবো সফল কামী ।
সবই কেবল ভাবনা মনে
ঘুড়ে বেড়ায় মনের কোনে
ভাবনাগুলো মিথ্যা হলে
মন চলে যায় অচিন বনে ।
সাহিত্য পাতায় আজকের কবিতা ‘‘ প্রিয় রং ‘’
কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেফতার