কোর্সে অনাগ্রহী হয়ে উঠছেন অনেকে

সমন্বয়হীনতায় বাউবির বরিশাল অঞ্চল

সেপ্টেম্বর ০৯ ২০২৫, ১৪:৫৭

Spread the love

সমন্বয়হীনতায় বাউবির বরিশাল অঞ্চল, ভর্তির বিষয় খুব আগ্রহ হলেও সেবার ক্ষেত্রে খুবই উদাসিন বিশ্ববিদ্যালয়টি

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল বিভাগের বিভাগীয় শহর ও বিভিন্ন জেলায় বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থাকলেও নেই কোনো নিজস্ব ক্যাম্পস । সকল প্রোগ্রামই পরিচালনা করেন অন্য প্রতিষ্ঠানের উপর ভর করে। বিভিন্ন প্রোগ্রামে ঢাক ঢোল পিটিয়ে ভর্তি করলেও তারা সময় মত দিতে পারেন না বই, ঠিকমত সময় অনুষ্ঠিত হয়না পরীক্ষা। আবার রেজাল্ট দেয়ার ক্ষেত্রে হয় বিভিন্ন সমস্যা।

সববেয়ে বড় বিষয় হলো অভিভাবকহীন হলো বরিশাল অঞ্চল, এখানের আঞ্চলিক পরিচালক ইতিবাচক হলেও অন্যান্য বিষয় যে সমন্বয়কারীরা রয়েছেন তারা খুবই ভাবে থাকেন এবং শিক্ষার্থীদের তেমন মূল্যায়ন করেন না। অর্থাৎ গা বাচিয়ে চলার একটি পায়তারা।

এ বিষয় ভুক্ত ভূগি এমএসএস ২য় পর্বের একজন চাকুরীজীবি ছাত্র। তিনি ২য় বর্ষের একটি পরীক্ষায় অনুপস্থিত থাকলেও তার ৩টি বিষয় অনুপস্থিত আসে। এ বিষয় নিয়ে সে বার বার বরিশাল অঞ্চলে গেলেও মেলেনি কোনো সুরাহা। গত জুলাই মাসের ১৪ তারিখ একটি  লিখিত অভিযোগ দিলেও মেলেনি তার কোনো প্রতিকার। বরিশাল অঞ্চলের কেউ জানাতে পারছেনা এ বিষয় প্রতিকার কি বা  কার সাথে যোগাযোগ করতে হবে। কোনো তথ্য চাইলেই বলেন ওয়েব সাইট দেখেন কিন্তু ওয়েব সাইটে তো সকল সমস্যার সমাধান নেই।

একজন চাকুরীজীবির জন্য প্রতি সেমিস্টারের সবগুলো পরীক্ষা দেয়া খুবই চ্যালেঞ্জিং তার পরে অংশগ্রহন করার পরেও যদি অনুপস্থিত আসে সেটি খুবই দুঃখজনক বিষয়। কারণ ঐ পরীক্ষাগুলো দেয়ার মত সময় সুযোগ তার নাও হতে পারে। বাউবির এই উদাসিনতার কারণে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছে। বরিশালে এমএ, এমএসএস কোর্সটি হতে পারতো খুবই জনপ্রিয় কিন্তু বাউবির উদাসিনতা শিক্ষার্থীদের নিরুৎসাহিত করছেন। অনেকেউ আর এই কোর্সটি এগিয়ে নিতে চাচ্ছেন না।

এ বিষয় প্রতিকার চান বরিশালের মানুষ।

বাউবির এমবিএ বাংলা কোর্সের টালমাটাল অবস্থা

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »