মান্দায় অসহায় পরিবারের উপর হামলা

ছিনতাই ও শ্লীলতাহানীর অভিযোগ

Spread the love

মান্দায় অসহায় পরিবারের উপর হামলা ছিনতাই ও শ্লীলতাহানীর অভিযোগ

আজকের ঝলক নিউজ

কামাল উদ্দিন টগর,নওগাঁ : নওগাঁর মান্দায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক অসহায় পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে,ছিনতাই ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে ৷ উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরাম পুর গ্রামে এঘটনাটি ঘটে ৷ এ ঘটনায় শিল্পী খাতুন (৫০) বাদি হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷

অভিযোগ সূত্রে জানা যায় ,২ আগস্ট সোমবার দুপুর ১.০০টার সময় প্রতিপক্ষ সিদ্দিকুর রহমানের ছেলে পলাশ (২৫)সহ অজ্ঞাত ৮/৯ জন ভাড়াটিয়া লোকজন লাঠিসোটা নিয়ে এসে মোজাফফর হোসেনের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মোজাফফর হোসেনকে গুরুতর জখম করে এবং তার স্ত্রী শিল্পী খাতুন ও মেয়ে রেহেনা বেগম কে শ্লীলতাহানি করে বাড়িঘর ভাঙচুর সহ জোরপূর্বক বাড়িতে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ৷ এ সময় মোজাফফর হোসেন গুরুতর জখম হয় এবং শিল্পী খাতুন জ্ঞান হারিয়ে ফেললে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ৷

স্থানীয় সূত্রে জানা যায়, মোজাফফর হোসেন তার কবলা কৃত জমিতে বসত বাড়ি তৈরি করে বসবাস করে আসছিল ৷ সিদ্দিকুর রহমানের ছেলে পলাশ তাদের জমি বলে দাবি করে আসছিল৷ ঘটনার দিন পলাশ সহ অজ্ঞাত ৮/৯ জন মিলে মোজাফফরের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে ৷ মোজাফফর প্রতিবাদ করায় তার উপর এলোপাতাড়িভাবে মারধর শুরু করে৷ এসময় তার স্ত্রী ও মেয়ে তাদেরকে বাধাগ্রস্ত করতে আসলে তাদের পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে ৷

এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

আরো পড়ুন নওগাঁয় আরও ৫ ব্যক্তির মৃত্যু  আক্রান্ত ৪৯

ভিডিও দেখুন https://studio.youtube.com/video/UygQPwwnnnw/edit

একেএম কামাল উদ্দিন টগর

নওগাঁ জেলা প্রতিনিধি



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »