পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া সেই শ্রমিক মারা গেছেন

Spread the love

রংপুরে পায়ুপথে বাতাস ঢু’কিয়ে দেওয়ায় অসুস্থ হয়ে পড়া শ্র’মিক মহির উদ্দিন (৬০) মারা গেছেন। গতকাল শুক্রবার স’কালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা ক’রেছেন নিহতের স্ত্রী আলেয়া বেগম।

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে ‘জমজম ফিড মিলে’ বা’তাস বের হওয়ার পাইপ দিয়ে শরীর পরিষ্কার ক’রছিলেন কয়েক শ্রমিক। এ সময় রশিদুল ইসলাম না’মের এক শ্রমিক পাইপটি মহির উদ্দিনের পায়ুপথে ঢু’কিয়ে দেন। এতে পেট ফুলে মহির উদ্দিন অ’সুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক মিলের অন্য শ্র’মিকদের সহায়তায় তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হা’সপাতালে নেওয়া হয়।

চিকৎসকরা জানান, মহির উদ্দিনের খাদ্য’নালির নিম্নাংশ ছিঁড়ে যাওয়ায় তাঁর অ’বস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। সেই কা’রণে তাঁকে

লাইফ সা’পোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অ’বস্থায় গতকাল সকালে তিনি মা’রা যান।
এদিকে ঘ’টনার পর থেকে অভিযুক্ত শ্রমিক রশিদুল ইসলাম, জহিরুল ইসলাম বা’বু এবং আরেক শ্রমিক জহুরুল ইসলাম পলাতক র’য়েছেন।

মাহিগঞ্জ থা’নার ওসি শেখ রোকনুজ্জামান জানান, এটি নিছক দু’ষ্টামি নাকি অন্য কিছু, তা খতিয়ে দে’খা হচ্ছে। তবে এখনো কোনো আ’সামিকে গ্রেপ্তার ক’রা সম্ভব হয়নি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »