প্রতিবাদের মধ্যেও রংপুরে থেমে নেই নারীর প্রতি যৌন নিপীড়ন

Spread the love

প্রতি’বাদ, বি’ক্ষোভ, মা’নববন্ধনের ম’ধ্যেও রংপুরে থেমে নেই না’রীর প্রতি যৌ’ন নিপিড়ন। গত এক স’প্তাহে ৫ নারী যৌ’ন নি’র্যাতনের শিকার হয়েছে। ক্ষু’দ্র নৃ গোষ্ঠীর এক মে’ধাবী ছাত্রীকে হ’ত্যা করা হয়েছে। এসব ঘ’টনায় বেশ কয়ে’কজন গ্রে’ফতার হ’লেও থেমে নেই ধর্ষ’ণ ও নিপীড়ন।

পু’লিশ ও এলাকবাসি সূত্রে জানা গেছে, রবি’বার রাতে নগরীর ১৯ নং ওয়ার্ডে পশ্চিম নীল’কন্ঠ এলাকায় ৫ বছ’রের এক শিশু’কে ধ’র্ষণের চেষ্টার অভি’যোগে ওই এলাকার নছর মুন্সি’র ছেলে সহিদার রহমান (৫০) নামে এক ব্য’ক্তিকে স্থানীয় জনগণ গণ’ধোলাই দিয়ে পুলি’শে সোপর্দ ক’রেছে।

রংপুরের বদ’রগঞ্জের বালুয়াভাটা এলা’কায় ষষ্ঠ শ্রেণির এক শিশুকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘ’টনায় রায়হান হক (২৫) নামে এক যুব’ককে গ্রেফতার করেছে পু’লিশ। শনিবার রাতে ওই এ’লাকার আদর্শ পাড়ায় এ ঘট’নার পরে রাতেই ধর্ষ’ককে পুলিশ গ্রে’ফতার করে।

এদিকে গঙ্গা’চড়ায় দ্বিতীয় শ্রেণির এক শি’ক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ওম’র বালাটারি এলাকার ‘আল আমিন নামে এক যুব’ককে গ্রে’ফতার করেছে পু’লিশ।

অপ’রদিকে, শনিবার রংপুরের হা’রাগাছ মেট্রোপলিটন থানার হরি’রামবল বালাটারী এলাকায় এ’ক সন্তানের জননীকে ধর্ষ’ণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হল জয়রাম ওঝা গ্রামের দুলু মিয়ার পুত্র জাকিরুল ইসলাম(৩৫)। শ”নিবার হারাগাছ থানায় মা’মলা করা হয়েছে।

গত ৫ আগস্ট রংপুরে’র কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অ’নার্স শেষ বর্ষের শিক্ষার্থী ক্ষুদ্র নৃ গোষ্ঠীর রু’খিয়া রাউতকে বাসা থেকে ডেকে কথিত প্রেমিক আনিসুল ও তার স’হযোগীরা হত্যা করে। নিহত রুখিয়া রাউ’তের বাড়ি রংপুরের ব’দরগঞ্জ উপজে’লার খোর্দ্দবাগপাড় মি’শন পাড়ায়।

পু’লিশ জানায়, ৫ অক্টোবর রুখিয়া রাউত বাড়িতে তার বা’বা দীনেশ রাউতকে রংপুরে যা’ওয়ার কথা বলে বাসা থেকে বে’র হয়ে যায়। রাতে বাসায় না ফে’রায় স্বজনরা তার খোঁজাখুজি করেও হদিস পা’য়নি। পরদিন দিনাজপুরের পার্ব’তীপুর উপজেলার হরি’রামপুর ইউনিয়নের পাঁচ’পুকুরিয়ার রাস্তার ধারে শালবা’গান থেকে তার লা’শ উদ্ধার করে পুলিশ।

নি’হত রুখিয়া রাউতের বাবা দীনেশ রা’উত বলেন, রুখিয়ার লেখা পড়ার প্রতি ‘আগ্রহ থাকায় অনেক ক’ষ্ট করে তাকে কার’মাইকেল কলেজ প’র্যন্ত নিয়েছি। কিন্তু ঘা’তকরা সব শেষ ক’রে দিল।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »