খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে ইবি সাদা দলের গণস্বাক্ষর
নভেম্বর ২৯ ২০২১, ০৮:১০
ইবি প্রতিনিধি-
বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ প্রদানের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দল। রবিবার দলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দেড়শত জন স্বাক্ষর করেন।
সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ আছেন। অসুস্থ থাকা সত্তেও বর্তমান সরকার তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি দিচ্ছে না। বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি প্রদানে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে এই দাবি জানাই।