যুক্তরাষ্ট্রে ভয়াবহ সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত দুই লক্ষাধিক

Spread the love

চলমান ম’হামারি করোনা ভাইরাসে বি’পর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কোনো ভা’বেই দেশটিতে থামানো যা’চ্ছে না করোনার প্রকোপ। এদিকে এ’রইমধ্যে দেশটিতে করোনা ভা’ইরাসের দৈনিক সংক্রমণ দুই লা’খ ছাড়িয়েছে।

কি’ছুদিন আগেই এমন আশঙ্কা প্রকাশ ক’রেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বা’ইডেনের এক উপদেষ্টা। সে আ’শঙ্কাই এবার স’ত্য হয়ে গেল।

শনিবার (২১ ন’ভেম্বর) বেলা ১২টার ওয়ার্ল্ডওমি’টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ’কদিনে ২ লাখ ১ হাজার ৮৩ জ’ন সংক্রমিত হয়েছেন। এ’কই সময়ে মারা গেছেন ১ হাজার ৯৫১ জ’ন। যু’ক্তরাষ্ট্রে মোট করোনা শ’নাক্ত ১ কোটি ২২ লাখ ৭৪ হা’জার ৭২৬ জন। এখন পর্যন্ত মা’রা গেছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।

 

যু’ক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ দুই লাখ স্পর্শ করতে পা’রে বলে নবনির্বাচিত প্রে’সিডেন্ট জো বাইডেনের ক’ভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এ’পিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম কি’ছুদিন আগে স’তর্ক করেছিলেন।

এ’মএসএনবিসি-কে তিনি বলেছিলেন, প্রস্তুত থাকুন। আ’মরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তা’র বেশি স্পর্শ করতে যা’চ্ছি। হা’সপাতালগুলোতে আমাদের প্র’স্তুতি নিতে হবে।

এদিকে ক’রোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৮৯ লাখ ১০ হা’জার ছাড়িয়েছে। মারা গে’ছেন ১৩ লাখ ৭৭ হাজার ৭৪৫ জন। সুস্থ হয়ে উ’ঠেছেন প্রায় ৪ কোটি ১ লাখ ৮ হাজার ৩৪২ জন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »