যারা মাস্ক না পরে তাদের ‘নগ্ন’ বললেন বিল গেটস

Spread the love

মহামারি ক’রোনা ভাইরাসে স্তব্ধ পুরো পৃথিবী। ক’রোনার ভ্যাকসিন আবিষ্কারে সফ’লতার দাবি করছে বেশকিছু স্ব’নামধন্য গবেষণা প্রতিষ্ঠান। এ’রপরেও মাস্ক পরাকে করোনা প্রতিরোধের অন্য’তম একটি উপায় ব’লছেন স্বাস্থ্য’বিজ্ঞানীরা।

এদিকে অ’নেকেই মাস্ক পরতে চান না। এ ছা’ড়া বিভিন্ন দেশে মা’স্কবিরোধী বিক্ষোভও শুরু হ’য়েছে। এ’রই প্রেক্ষিতে যারা করোনা স্বাস্থ্যবিধি মে’নে চলতে চান না, বা মাস্ক পর’তে চান না তাদের একে’বারে নগ্নবাদী বলে মন্তব্য ক’রেছেন বিল গেটস। সো’মবার (১৬ নভেম্বর) এক’টি রেডিও শোর সাক্ষাৎকারে তি’নি এ কথা বলেন।

আমেরিকায় এ’খন মাস্কবিরোধী আন্দোলন ক্রমশ জন”প্রিয় হচ্ছে। এটা যে ভ’য়াবহ সে কথাই মনে করে দিয়ে বিল এক সাক্ষাৎকারে এই’ কথা বলেছেন। বিল গেটস বলেন, ‘ক’রোনাকে সাধারণ ঠাণ্ডা লা’গা বা সর্দি-কাশি-জ্বরের স’ঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই ধ’রনের রোগীরা মাস্ক না পরলে তবু চলে যা’য়। কিন্তু একজন ক’রোনা রোগীকে মাস্ক পর’তেই হবে। এম’নকি যার এখনও এই রোগ হ’য়নি প্রতিরোধক ব্যবস্থা হিসেবে তারও মা’স্ক পরা জরুরি। তি’নি স্পষ্ট বলে দিয়েছেন, মাস্ক পরলে করোনার হাতে মৃত্যু এড়ানো স’ম্ভব।’ তিনি আরও বলেন, কেউ কে’উ মাস্ক পরতে অস্বীকার করছেন। বি’ষয়টি আমার কাছে অদ্ভুত মনে হয়। এটা আসলে কি তা’রা কি নগ্নবাদী!

এদিকে বৈশ্বিক ম’হামারি করোনা ভাইরাসের দ্বিতীয় তা’ণ্ডব বিভিন্ন দেশে ইতোম’ধ্যে শুরু হয়ে গেছে। এর ম’ধ্যেই বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রা’ন্তের সংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ৪০ হা’জার ছাড়িয়েছে। আর এ মহা’মারিতে আক্রান্ত হয়ে বি’শ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লা’খ ৪৩ হাজার।

করোনাভাইরা’সে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহা’নির পরিসংখ্যান রাখা ও’য়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের ত’থ্যানুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) সকা’ল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ক’রোনাভাইরাসে আক্রান্ত হ’য়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৪৩ হা’জার ১৫৩ জনের এবং আক্রান্তের সং’খ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫৯ লা’খ ৪০ হাজার ১৩০ জন। এর ম’ধ্যে সুস্থ হয়ে বাড়ি ফি’রেছেন ৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৩৭৬ জন।

বিশ্বে এখন পর্য’ন্ত করোনায় আক্রান্ত হয়ে স’বচেয়ে বেশি মৃ’ত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫৪ হা’জার ২৫৫ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সং’খ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষম’তাধর এ দেশটিতে এখন প’র্যন্ত ১ কোটি ১৬ লাখ ৯৫ হা’জার ৭১১ জন আক্রান্ত হয়েছেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »