দিল্লিতে তেল বৃষ্টি!

Spread the love

ভারতের দি’ল্লির আকাশ থেকে ঝড়ছে তে’ল বৃষ্টি। রোববার (১৫ নভেম্বর) স্থা’নীয় সময় সন্ধ্যায় পথ-ঘা’ট পিচ্ছিল হ’য়ে যায়। খ’বর পেয়ে দ্রুত পর্যবেক্ষণ শু’রু করলেও এখনও কূ’ল কিনারা ক’রতে পারেনি দ’মকলকর্মীরা।

ত’দন্তের স্বার্থে বেশ কয়েকটি রা’স্তায় বন্ধ করে দেয়া হয়। রা’স্তা তৈ’লাক্ত হওয়ায় মোটর সাইকেল চালকদের ভো’গান্তিতে পড়তে হয়। বৃ’ষ্টির পর থেকে অনেক ক’ল পেয়েছে দমকল বা’হিনী, যেখানে সাধারণ মানুষ দা’বি করেছেন, তাদের এলাকায় তে’ল বৃষ্টি হচ্ছে।

এক দু’টি নয়, এমন প্রায় ৪০টি কল এ’সেছে দিল্লি ফায়ার সার্ভিসে। শ’হরের প্রায় সব অংশ থেকে এই ক’লগুলো এসেছে। বাধ্য হয়ে পুরো ঘ’টনা খতিয়ে দেখতে শুরু ক’রেছেন তারা। বেশ কয়েকটি রা’স্তা বন্ধ এবং কোনো কোনো অং’শে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। দ’ক্ষিণ দিল্লির জামিয়া নগর এলাকার হো’লি হাসপাতালের উ’ল্টোদিকের রাস্তা পুরো বন্ধ ক’রে দিয়েছে পুলিশ।

বি’ভিন্ন এলাকায় দমকল ক’র্মীদের রাস্তা ধুয়ে গাড়ি চ’লাচলের উপযুক্ত করতে দে’খা গেছে। দি’ল্লিতে বেশ কয়েকদিন ধরে আ’বহওয়া পরিবর্তন লক্ষ্য ক’রা গেছে। এ’মন সময়ে দিল্লিতে স্বাভাবিকের চে’য়ে ২ থেকে ৩ ডি’গ্রি সেলসিয়াস তাপ’মাত্রা নেমে গেছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »