মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের বৈধতা সোমবার থেকে

Spread the love

বিদেশি শ্রমি’কদের আগামী সোমবার থেকে বৈধতা দেও’য়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মাল’য়েশিয়া সরকার। শর্ত সা’পেক্ষে ২০২১ সালের ৩০ জুন প’র্যন্ত এই সুযোগ গ্রহণ ক’রতে পারবেন অবৈধ অ’ভিবাসীরা। অবকাঠামো নির্মাণ, পণ্য উ’ৎপাদন, পামবাগান ও কৃষি খাতে’র শ্রমিকরা শুধু এই সুযো’গ গ্রহণ করতে পারবেন। কে’উ চাইলে দেশেও ফিরতে পা’রবেন। গতকাল বৃহস্পতিবার এ’ক বিশেষ বৈঠক শে’ষে গণমাধ্যমকর্মীদের এ ত’থ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী দা’তুক সেরি হামজাহ বিন জা’য়নুদ্দিন। ওই বৈঠকে দে’শটির মানবসম্পদমন্ত্রী দা’তুক সেরি এম সারাভানান উপ’স্থিত ছিলেন।

হামজাহ বিন জায়নুদ্দিন ব’লেন, বৈধকরণ প্রক্রিয়ার স’ঙ্গে ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্র’ম বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থা যুক্ত থাকবে। এতে তৃতীয় কো’নো পক্ষ বা ভেন্ডর প্রতিষ্ঠান থা’কছে না। অবৈধ অভিবাসী ও শ্রমি’করা সরাসরি ইমিগ্রেশন বিভাগ এবং মালয়ে’শিয়ার শ্রম বিভাগের স’ঙ্গে যোগাযোগ করে বৈধ’করণের সুবিধা নি’তে পারবেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র’মন্ত্রী বলেন, অবকাঠামো নির্মাণ, পণ্য উৎপা’দন, পামবাগান ও কৃ’ষি খাতের শ্রমিকরা বৈ’ধতার সুযোগ পাচ্ছেন। অপ’রিচ্ছন্ন পরিবেশে ঝুঁকিপূর্ণ ও কঠো’র পরিশ্র’মকারী এসব শ্রমিককে বৈ’ধতা দেওয়া হলেও মাল’য়দের চাকরি বাজারে কোনো প্র’ভাব পড়বে না।

তিনি আরো ব’লেন, বৈধকরণ প্রক্রিয়ায় মালয়েশিয়া সর’কারকে অর্থ ব্যয় করতে হ’চ্ছে না। উল্টো বি’ভিন্ন চার্জ বাবদ আবেদনকারী’দের কাছ সাড়ে ৯ কোটি মালয়েশিয়ান রিং’গিত আয় হতে পারে। এই বৈ’ধকরণ প্রক্রিয়া করোনার কা’রণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চা’কা স’চলে সহায়ক হবে।

জায়নু’দ্দিন বলেন, আনডকুমেন্টেড মাইগ্রে’ন্ট রিক্যালিব্রেশন প্ল্যা’ন সম্পর্কে বিশদ তথ্য সরবরাহ কর’তে দূতাবাস, হাইকমিশন ও শিল্পোদ্যো’ক্তাদের সঙ্গে কাজ করবে মালয়ে’শিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কর্ম’সূচি চলাকালে নতুন করে বিদে’শি শ্রমিক গ্রহণ করা হবে না। যাঁরা বৈ’ধ হওয়ার সুযোগ নিতে ব্য’র্থ হবেন, আগামী ৩০ জুনের পর তাঁ’দের বিরুদ্ধে ব্যবস্থা গ্র’হণ করা হবে।

প্রসঙ্গত, রিহায়া’রিং প্রগ্রাম শেষ হওয়ার পর’পরই বাংলাদেশের তৎকালীন হাইকমিশ’নার মহ. শহীদুল ইসলাম বাদ পড়া ও প্রতারিত অবৈ’ধ কর্মীদের বৈধতা প্রদানের প্র’স্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে। এ নি’য়ে তিনি মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক ক’রেন। সে সময় তিনি জানিয়েছিলেন, মালয়ে’শিয়া সরকার অবৈধ অভিবাসী’দের বৈধতার সুযোগ দেবে।

সূত্র : ফ্রি মালয়েশিয়া টুডে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »