এ কোন রক্ত নদী?

Spread the love

রাশিয়ায় একটি ন’দীর পানি হঠাৎ করেই রক্তবর্ণ রূ’প ধারণ করায় মানুষের ভে’তর আতঙ্কের সৃষ্টি হয়’। দেশটির দক্ষিণাঞ্চলের নদী ইসকিটিমকাতে এমন পরিস্থি’তির সৃষ্টি হয়েছে। পানির অব’স্থা এতটাই খাবার যে, সে’খানে প্রাণীও নামতে’ সাহস পাচ্ছে না।
নদীর পানি এ’মন রক্তবর্ণের একটি ভিডিও সো’শ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। ত’বে কী কারণে হঠাৎ পা’নির রং এমন লা’ল হয়ে গেছে, তা কেউ নি’শ্চিত করে বলতে পা’রছেন না।

স্থানী’য়রা ধারণা করছে, কোনও কা’রখানার বর্জ্য থেকে রাসা’য়নিক মিশে এমন হয়ে থা’কতে পারে।

জানা গে’ছে, নদীটির কাছেই রয়েছে কে’মেরোভো শিল্প এলাকা। স্থা’নীয় প্রশাসনের একাংশের ধার’ণা, এই এলাকায় এক’টি নালা দীর্ঘদিন ব’ন্ধ ছিল। সেই না’লার পানিই মিশতে শুরু ক’রেছে নদীতে। তার থেকেই ন’দীর পানি এমন লাল হয়ে থা’কতে পারে।

তবে ‘কোনও রাসায়নিকের ফলে এ’মনটা হয়ে থাকতে পারে সে স’ম্পর্কেও কোনোকিছু জা’না যায়নি। স্থানীয় প্র’শাসনের পক্ষে খোঁজ নে’ওয়া শুরু হয়েছে।https://www.facebook.com/AjkerJholokNews/?modal=admin_todo_tour



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »