জলবায়ু ফোরামের উদ্যোগে নোমাস্ক নোসার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

জানুয়ারি ১৮ ২০২১, ২২:৫৪

Spread the love

ভোলা সদর জলবায়ু ফোরামের উদ্যোগে নোমাস্ক নোসার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত;

নিজস্ব সংবাদ দাতা :

১৮ জানুয়ারী ২০২১, রোজ: সোমবার ভোলা সদর উপজেলায় কোস্ট এফটিএম প্রকল্পের জলবায়ু ফোরামের উদ্যোগে নোমাস্ক নোসার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিতহয়। নোমাস্ক নোসার্ভিস ক্যাম্পেইনে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- জনাব মোহাম্মদ মিজানুর রহমান উপজেলায় মাস্ক না পড়ে সেবা নিতে আসা জনগনকে নিজহাতে মাস্ক পড়িয়ে দেন।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জলবায়ু ফোরামসভাপতি-মোঃমোকাম্মেল হক মিলন, সদস্য- মোঃমাইনুলএহসান,মোঃহারুন-অর-রশিদ(শিমুল), সিইপিআই প্রকল্পের সমন্বয়কারী-এস.এম তাহাজ্জুদ হোসেন এবং সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার-রাজিবঘোষ।

প্রকল্পটি ভোলা জেলায় বাস্তবায়ন করছে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্ট । অর্থ সহায়তা দিচ্ছেন বৃটিশ কাউন্সিল ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »