নতুন বিজ্ঞানের কাজে ব্যাস্ত রুশা

Spread the love

অনন্যা অনু, বিনোদন প্রতিবেদকঃ রওনক রুশা একজন সম্ভাবনাময়ী তরুন অভিনেত্রী। সম্প্রতি তিনি অভিনয় করেছেন তরুন নির্মাতা আকতারুল আলম তিনু নির্মিত কৃষক বন্ধু এগ্রো লিমিটেড এর একটি বিজ্ঞাপনচিত্রে। কৃষি জমির নানাবিধ সমস্যার সমাধান তথা বালাই ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে আরও অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী নাসরিন রহমান, এস এম টুটুল, আকতারুল আলম তিনু, আহমেদ সাব্বির রোমিও ও অজিত দাস। এর আগে তিনু নির্মিত “বাবা” শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সহ বেশ কিছু

 

মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন রুশা। তাছাড়া সারিব হাসান পরিচালিত তুই আমার আলোর বাতি শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্মে জুটি বেঁধে অভিনয় করেন রুশা ও তিনু। ইতোমধ্যে রওনক রুশা শেষ করেছেন দেওয়ান নাজমুল পরিচালিত তোরে কত ভালোবাসি চলচ্চিত্রের শুটিং,

 

যাতে মূল নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে। এপ্রিলে পরিচালক আকতারুল আলম তিনু’র একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন সম্ভাবনাময়ী এই গুণী অভিনয় শিল্পী। বগুড়া ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত কৃষক বন্ধু এগ্রো লিমিটেডের বিজ্ঞাপনচিত্রটির চিত্রধারণ করেছেন লো লাইট স্পেশালিস্ট মেধাবী চিত্রগ্রাহক অপু আহমেদ। প্রধান সহকারী পরিচালক ছিলেন মারুফ হাসান ও সহকারী পরিচালক ছিলেন মাসুদ রানা। কৃষক বন্ধু এগ্রো লিমিটেডের এই বিজ্ঞাপনচিত্রটি শীঘ্রই প্রচার শুরু হবে বিভিন্ন প্রচারমাধ্যমে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »