আমার মনের বাসনা; নুরুল আমীন চৌধুরী

ডিসেম্বর ২০ ২০২১, ১৪:৫৭

Spread the love

আমার মনের বাসনা; নুরুল আমীন চৌধুরী

 

আধুনিক দরবারী

 

আমার মনের বাসনা
ধুলোয় ঘুটিয়ে যেন যায়
যে ছবি একেছি দুটি চোখে
অশ্র জলে কেন ভেসে যায়
ছিল যত আশা আমার মনে
কেন ভেঙ্গে যায় তা ক্ষনে ক্ষনে
আমার মনের কেনা বিরহ বেদনা
আশার প্রদীপ যেন নিভে যায়
এমন হবে যদি আগে জানতাম
মনকে শাসন করে বেধে রাখতাম
সে যদি আমায় কভু ডাকতো
তবে এ মন কভু বাধা পড়িত
এ মন কারো কাছে কিছু নাহি চায়
সকলি গিয়াছে যখন আমার

 

গানের কথা লিখেছেন নুরুল আমীন চৌধুরী

সংরক্ষণ ও প্রকাশ : মো: জহিরুল ইসলাম

আরো পড়ুন চলচ্চিত্র নতুন জুটি সেজান-জুলিয়েট

ভিডিও দেখুন https://www.youtube.com/watch?v=3TQjAJZ6bcM&list=RDMM3TQjAJZ6bcM&start_radio=1

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »