রোহিঙ্গাদের উন্নয়নে আরও টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

Spread the love

জ্বালানি, পা’নি, পয়ঃনিষ্কাশন সেবা ও জ’লবায়ু সহনশীল অব’কাঠামো গড়ে তোলার জন্য ক’ক্সবাজারের শরণার্থী শিবিরে আ’শ্রিত রোহিঙ্গা ও সেখানকার স্থা’নীয় জনগোষ্ঠীর জন্য ১০০ মি’লিয়ন মার্কিন ডলার বা ৮৫০ কোটি টাকা অনুদান দি’চ্ছে বিশ্বব্যাংক। এর মাধ্যমে প্রা’য় স্থানীয়সহ প্রায় ৮ লাখ জন সা’ধারণ উপকৃত হবে।

বৃহস্প’তিবার (১৯ নভেম্বর) এক বি’জ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, বুধবার বাং’লাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের এ ‘সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
বাংলাদেশে’র পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বি’ভাগের (ইআরডি) অতিরিক্ত স’চিব সাহাবুদ্দিন পাটোয়ারী এবং বি’শ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটা’নে নিযুক্ত বিশ্বব্যাংকের কা’ন্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টে’ম্বন চুক্তিতে সই করেন।

‘ইমার্জেন্সি মা’ল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের আওতায় এ অনু’দান দেবে বিশ্বব্যাংক। নতুন এই অর্থ এই প্রকল্পের আও’তায় সুবিধাভোগী হবে ৭ লাখ ৮০ হাজার ৮০০ জন জনগণ। এরম’ধ্যে এক লাখ ৪০ হাজার ৮০০ জন স্থানীয় জনগণের আ’বাসিক এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। এছাড়া তিন লাখ ৬৫ হাজার ৮০০ জন মানুষের জন্য সুপেয় পানির উন্নয়ন এবং এক লাখ ৭১ হাজার ৮০০ জনে’র স্যানিটেশন ব্যবস্থা উন্ন’ত করা হবে।

একইসঙ্গে এই অর্থা’য়নের মাধ্যমে ৮১ হাজার মানুষের জন্য ৪০টি বহুমুখী আশ্র’য়কেন্দ্র, জলবায়ু সহনশীল রাস্তা, ৪ হাজার সৌর বিদ্যুৎচালিত সড়ক বা’তি লাগানো, ৯৭৫টি নিরাপদ বাতির ব্যবস্থা তৈরিসহ বে’শকিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ অর্থায়ন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠা’নের সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পনা প্রণয়নে সহায়তা ও সম’ন্বয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও সহায়তা করবে।

এ বিষয়ে বাংলা’দেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মা’র্সি মিয়াং টেম্বন বলেন, ‘রোহিঙ্গা সংকটের শুরু থেকে তাদের চাহিদা পূর’ণে বাংলাদেশকে সহযোগিতা করে আসছি। পাশাপা’শি সেখানকার স্থানীয় বাংলাদেশিদেরও সহযোগিতা করছি। আমরা লক্ষ্য কর’ছি, রোহিঙ্গারা আসার পর থেকে কক্সবাজারে’র অবকাঠামোসহ মৌলিক যেসব চাহিদা রয়েছে, সেসব ক্ষেত্রে ব্যাপক চাপ সৃষ্টি হ’য়েছে। এই অনুদান সেই চাপ কিছুটা হলেও ক’মাতে সহযোগিতা করবে।’

এই অনুদানসহ ‘ইমা’র্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপ’ন্স’প্রকল্পে মোট ২৬৫ মিলিয়ন ডলার অনুদান দে’য়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। স্বাধী’নতার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও দু’র্যোগ মোকাবিলায় সুদবিহীন বা স্বল্প সু’দে ঋণ প্রদান এবং মানবিকভাবে অ’র্থ অনুদান দিয়ে আসছে বিশ্বব্যাংক।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »