হাম-রুবেলার টিকা নেয়ার পর শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে
ডিসেম্বর ২৮ ২০২০, ২১:৩২
আজকের ঝলক নিউজ: ২৭ ডিসেম্বর সকালে উপজেলার পশ্চিম কলাউজান সিকদার পাড়ার শমশু চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।চট্টগ্রামের লোহাগাড়ায় হাম-রুবেলার টিকা নেয়ার পর সাত বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত শিশুর স্বজনদের দাবি, এক স্বাস্থ্য সহকারী টিকা দেয়ার ২০ মিনিট পর শিশুটি মারা গেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যকর্মীদের অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। নিহত শিশুর বাবা প্রবাসী শিমুল জানান, রোববার সকাল ১০টার দিকে শিশু নওরাতকে নিয়ে টিকা কেন্দ্রে যান তিনি। এ সময় স্বাস্থ্য পরীক্ষা না করেই শিশুটিকে একটি টিকা দেন স্বাস্থ্য সহকারী জেয়াবুনিচ্ছা।
নিহত শিশুর নাম নাওরাত হানিফ। সে ওই এলাকার চেয়ারম্যান বাড়ির প্রবাসী মোহাম্মদ হানিফ চৌধুরী শিমুলের মেয়ে।
তিনি আরও জানান, টিকাদান শেষে বাড়িতে আনার কিছুক্ষণ পরপরই শিশু নওরাত তার খারাপ লাগছে বলে জানায়। সে সময় তার চেহারা লাল হয়ে যায়। মুখ দিয়ে ফেনা বের হলে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এ বিষয় একটি তদন্ত কমিটি হয়েছে ।
সূত্র: জাগো নিউজ