এনজিওর গাফেলতিতে জেলে কাটল দুই ব্যবসায়ির ঈদ
জুন ১৯ ২০২৪, ১৪:৩৫
বিডিএস এনজিওর এনজিওর গাফেলতিতে জেলে কাটল দুই ব্যবসায়ির ঈদ; এলাকাবাসী ও ব্যবসায়ীদের ক্ষোভ
ঘটনাটি ঘটেছে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি-বিডিএস এর মহেশপুর ব্রাঞ্চ এ। কিস্তি খেলাপি হওয়ার পরে এনজিও ম্যানেজার দীর্ঘদিন যোগাযোগ না করে। হঠাৎ করে মোল্লারহাটের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানালে আক্কাস-কাপড় ব্যবসায়ী ও শামীম-কসমেটিকস ব্যবসায়ী টাকা পরিশোধ করে পাশ বইতে ম্যানেজারের স্বাক্ষর রাখেন। এবং মামলা তোলার জন্য প্রত্যেকে অতিরিক্ত ২ হাজার টাকা মামলা উঠানো বাবদ খরচ দিলেও তারা মামলা না তুলে বদলী হয়ে যান। ফলে মামলা অনুসারে ইদুল আযহার দুই দিন আগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেন নলছিটি থানা পুলিশ। এ বিষয় শামীমেরর বোন ম্যনেজারের সাথে যোগাযোগ করলে তিনি জানান তার বদলী হওয়ার কথা এবং নতুন ম্যানেজারের মামলা তুলে নেয়া দ্বায়িত্ব, আর নতুন ম্যানেজার বলেন, এ মামলা আগের ম্যানেজারের তোলার কথা। তবে নতুন ও পুরাতন ম্যানেজারের গাফেলতিতে দুই ব্যবসায়ীর ঈদ কাটল জেলে। অন্যদিকে ঈদের বাজারে তাদের ব্যবসার যে ক্ষতি হলো, পরিবারের যে ক্ষতি হলো তার দায়ভার কে নেবে ?? সেটাই এলাকাবাসীর প্রশ্ন।
এনজিও ক্যারিয়ারে করনীয় ও বর্জনীয়
https://www.youtube.com/@jholoktv7002