আজকের ঝলক নিউজ

আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস

Spread the love

আজ ২০ জুন, আন্তর্জাতিক শরণার্থী দিবস।

এবারের শরণার্থী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপত্তা খোঁজার অধিকার’।

আমাদের কক্সবাজারে আশ্রয় নিয়েছে ১০ লক্ষাধিক রোহিঙ্গা। স্থানীয় মানুষই প্রথমে তাঁদের পাশে এসে দাঁড়ায়। এখনো স্থানীয় মানুষ এবং রোহিঙ্গা জনেগাষ্ঠীর মধ্যে বিরাজ করছে সামাজিক সম্প্রীতি।
এই ভিডিওতে একজন রোহিঙ্গা বলছেন, “আল্লাহর রহমতে প্রায় ৫ বছর ধরে আমরা এখানে আছি। আসার সময় থেকে এখন পর্যন্ত স্থানীয় জনগণ এবং বাংলাদেশ সরকার আমাদের অনেক সাহায্য করেছে। এবং তারা আমাদের নিরাপত্তা দিয়েছে। যখন আমরা মিয়ানমার থেকে এখানে চলে আসতে বাধ্য হই আমাদের কাছে কোনো কাপড় ছিল না, স্থানীয় লোকেরা আমাদের খাওয়ায়, কাপড় এবং সবকিছু দেয়। তারা আমাদের সর্বোচ্চ সাহায্য করেছে। তাদের কাছে একটা জিনিস থাকল তারা আমাদের সাথে অর্ধেক ভাগ করে নিয়েছে।‘
অন্যদিকে একজন স্থানীয় অধিবাসী বলছেন, ‘তারা অসহায়। আমাদের তাদের সাহায্য করতে হবে। এখানে আসার পর থেকে আমরা রোহিঙ্গাদের সাধ্যমত সাহায্য করেছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, ইত্যাদি প্রদান করে। এই ৫ বছরে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ হয়নি।‘

রোহিঙ্গা শিবিরগুলোতে প্লাস্টিত ব্যবহার

চরফ্যাশনের ভোটার তালিকায় ৩ রহিঙ্গা!

https://www.youtube.com/watch?v=Rdv9E62PcWE