আজকের ঝলক নিউজ

কোপা শিরোপা ২০২১ আর্জেন্টিনার

২৮ বছর পরে কাপ জিতলো আর্জেন্টিনা
Spread the love

আজকের ঝলক নিউজ

বলা হয়েছিলো কোাপায় সেরা আর্জেন্টিনা আর বিশ্বকাপে ব্রাজিল সেটাই সত্যি হলো ১৫তম কোপা চ্যম্পিয়ন হলেন আর্জেন্টিনা । মেসি জিতলেন আন্তর্জাতিক টুর্নামেন্ট । মেসির স্বপ্ন পূরনের সাথে সাথে ভক্ত ও অনুসারীদের স্বপ্ন পূরণ হলো । আর্জেন্টিনা শুরুতেই বেশ পরিশ্রম করে খেলেছেন প্রথমারর্ধের ২২ মিনিটের মাথায় গোল করে ডিমারীয়া । সেই ১-০ গোলের ব্যাধানে জিতেছে  ।

বলা হয়ে থাকে আর্জেন্টিনা কোপা কাপে মনোযোগ বেশী দেন । তাই প্রমান হলো হলো ।

২৮ বছর পর কোপা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

ব্রাজিলের মারাকানা রাজত্বের অবসান ঘটালো লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসার ঘটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

 

আরো আসছে বিস্তারিত পড়ার জন্য চোখ রাখুন আমাদের পত্রিকায়

কোপা আমেরিকা ২০২১-আর্জেন্টিনা-ব্রাজিল লাইভ

https://www.youtube.com/watch?v=9any_usKTnA&t=76s

Exit mobile version