আজকের ঝলক নিউজ

টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা

Spread the love

টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা; মো: জহিরুল ইসলাম

আজকের ঝলক

প্রতিটি সফল ব্যক্তিকে প্রশ্ন করলে দেখা যাবে তারা সময় ব্যবস্থাপনা সঠিকভাবে করেছেন । সময় ব্যবস্থা বলতে বুঝায় ২৪ ঘন্টাকে কাজ, স্ট্যাডি, ঘুম ও বিনোদনের জন্য সুসমবন্টন বা ব্যালেন্স করার কৌশল । সাধারনভাবে বলা হয় যে দৈনিক ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা ঘুম, ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন বা রেস্ট । সময় ব্যবস্থাপনার সংজ্ঞা আপনার যাবতীয় কাজ সমূহ সম্পাদনের লক্ষ্যে নির্দিষ্ট সময় গুছিয়ে এবং পরিকল্পনা করে নেওয়ার পদ্ধতি হলো ‘সময় ব্যবস্থাপনা

ঘুম নিয়ে কথপোকথন

৮ ঘন্টা ঘুমের মধ্যের সময়টুকোকে আলাদা ভাবে ভাগ করতে পারবেননা কারণ ঘুমের মধ্যে আপনি কি কি করবেন তা আপনার নিয়ন্ত্রনে নয় । তবে সবকিছু নিয়ন্ত্রনের জন্য ঘুম খুবই জরুরী ।

ঘুম সম্পর্কে গবেষণা রয়েছে তবে বয়স্কদের ঘুমের সময় ও শিশুদের ঘুমের সময় পরিমান এক নয় বয়স অনুসারে ঘুমের প্রয়োজনীয়তা তুলে ধরে পরামর্শও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন।

যাহোক আমরা জানি গবেষণার সূত্র ধরে আমাদের জীবন চলেনা, কিন্তু সু-স্বাস্থ্যের জন্য পরিমিত ঘুম অত্যান্ত প্রয়োজন সেকথা মানতে হবে ।

৮ ঘন্টা রেষ্ট বা বিনোদন

এই আট ঘন্টা সাধারনত শারিরীক কসরত, বই পড়া, সংবাদ পত্র পড়া বা সংবাদ দেখা, সাহিত্য চর্চা, সংগীত চর্চা, বা ইতিবাচক সময় নির্ধারণ । পরিবারকে সময় দেয়া ইত্যাদি । এটাও অবশ্য বয়সের উপরে নির্ভর করে তবে এখানে আলোচনা করেছি যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য ।

৮ ঘন্টা কাজের সময়কে বন্টন

বাংলাদেশর প্রেক্ষাপটে সাধারণত কাজের সময় ৯-৫টা । যদিও কিছু কিছু অফিসে আলাদা সময় থাকতে পারে । এখানে ৯-৫টা ৮ ঘন্টার মধ্যে প্রত্যেক মানুষের কিছু হট টাইম থাকে যখন সে গুনগতমানের কাজ সম্পন্ন করতে সক্ষম । আসুন দেখি সফল ব্যক্তিরা কিভাবে সময় বন্টন করে থাকেন । দিনের ৮ ঘন্টাকে তারা ভাগ করে নেন ।

যেমন

৯———অফিসে হাজিরা, কাজের ফলোআপ ও আজকের কাজকে ভাগ করা। এর পরে দিনের সময় অনুসারে ঘন্টার সামনে কাজগুলো বসানো।

১০——

১১

১২

সংকটের সময়গুলোতে বই পড়া

প্রথম দেহা; মো: জহিরুল ইসলাম

ভালো থেকো প্রিয়;মোঃ জহিরুল ইসলাম

ভালোবাসার চিঠি; মোঃ জহিরুল ইসলাম

 

ভিডিও দেখুন https://www.youtube.com/watch?v=gJtk-2wGsCU