আজকের ঝলক নিউজ

নলছিটি মোল্লারহাট ইউনিয়ন, নলছিটি

Spread the love

নলছিটি মোল্লারহাট ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠী

এক নজরে মোল্লারহাট ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠী, বরিশাল।
কালের স্বাক্ষী বহনকারী বীশখালী নদরী তীরে গড়ে উঠা নলছিটি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মোল্লারহাট ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ মোল্লারহাট ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, দেশ ও বিশ্বের সাথে সহজ যোগাযোগের মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।মোল্লারহাট ইউনিয়ন ১৯৯২ সালে স্থাপিত হয়েছে।অত্র ইউনিয়নটি বৃহওর ৫ নং সুবিদপুর ও ৪ নং রানাপাশা ইউনিয়নের অংশ হিসাব ছিল।বর্তমানে জনগনের ক্রমন্বেয়ে চাপ ও তৎকালিন প্রয়াত জাতীয় সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভূট্রো অত্র ইউনিয়নটি পতিষ্ঠিত করেন।ইউনিয়নের দক্ষিন সীমানা বাখেরগঞ্জ উপজেলা ,পশ্চিম দিকে রাজাপুর উপজেলা অবস্থিত।
ভৌগোলিক অবস্থা, নলছিটি উপজেলার সর্ব শেষ দক্ষিণ প্রান্তে অবস্থিত ।পশ্চিম দিকে হদুয়া দরবার শরীফ।পূর্ব দিকে সুবিদপুর ইউনিয়ন,উওর দিকে কুলকাঠী ইউনিয়ন পরিষদ।মোল্লারহাট ইউনিয়ন পরিষদ,নলছিটি উপজেলা হতে ১৫ কি:মি: দক্ষিনে অবস্থিত।
নাম – ১১ নং মোল্লারহাট ইউনিয়ন পরিষদ।
আয়তন – ৭.৫৪ (বর্গ কিঃ মিঃ)
লোকসংখ্যা – ১৯২৯০ জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)
গ্রামের সংখ্যা – ০৯ টি।
মৌজার সংখ্যা –৬ টি।
হাট/বাজার সংখ্যা -৪ টি।
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস/ সিএনজি/রিক্সা/মাহিন্দ্রা/অটো/মটর সাইকেল ইত্যাদি
শিক্ষার হার – ৬৮.৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
মাদ্রাসা- ৬টি।
মোল্লারহাটে জন্মগ্রহন করা খ্যাতনামা ছিলেন এবং আছেন।
১। মরহুম পীর মোয়াজ্জেম হোসাইন, পীর সাহেব হদুয়া দরবার শরীফ।
২। মরহুম শামসুদ্দিন আবুল কালাম, প্রখ্যাত লেখক।
৩। মরহুম মকিম হোসেন, সাবেক এমপি।
৪ । মরহুম জুলফিকার আলী ভুট্টো, সাবেক এমপি, সাবেক জেলা প্রশাসক।
৫ । ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সাবেক এমপি,
৮। এম এ আউয়াল (সচিব) জনপ্রশাসন মন্ত্রণালয়।
৯। মোঃ নাসিরুজ্জান শিকদার,কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দুই বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন,এছাড়াও তিনি বাংলাদেশ কৃষিউন্নয়ন কর্পেরেশনের , চেয়ারম্যান এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ।
১০। মরহুম প্রফেসর আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১১। প্রফেসর জনাব ইউনুস আলী সিদ্দিকী, চেয়ারম্যান, বরিশাল
শিক্ষা বোর্ড।
১২। আব্দুল হামিদ জমাদার, সাবেক সচিব ধর্ম মন্ত্রণালয়।
১৩ । অ্যাডঃজি কে মোস্তাফিজুর রহমান , সাবেক উপজেলা চেয়ারম্যান ।
১৪। মরহুম ইসমাইল হোসেন বেপারী,সাবেক অতিরিক্ত সচিব
১৫। ডঃ আশিক মুস্তফা আলভী ,সিনিয়র লেকচারার ,মেলবোর্ন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ,অস্ট্রেলিয়া।
১৬। ডঃ হারুনর রশিদ খান,উপ-উপাচার্য,খুলনা বিশ্ববিদ্যালয়।
১৭। আমিনুল ইসলাম , উপ-মহাপরিচালক, বাংলাদেশ বড়পুকুড়িয়া কয়লা খনি,
১৮। মোঃ জহিরুল ইসলাম, লেখক, সংগীত শিল্পী, গীতিকার ও সুরকার, সংগীত পরিচালক বাংলাদেশ বেতার ও টেলিভিশন।
আমাদের মোল্লারহাটে আরো অনেক কেন্দ্রীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সহ প্রতি গ্রামে বাড়িতে প্রতিষ্ঠিত গুণী, বিজ্ঞ ব্যক্তিবর্গগণ আছেন।
• শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক প্রতিষ্ঠান সমূহঃ-
একটি ডিগ্রি কলেজ ,কামিল মাদ্রাসা .মোল্লারহাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল , ১ টি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ,৭ টি ছোট বড় মাদ্রাসা, ৫ টি মাধ্যমিক বিদ্যালয় ,ডাক বাংলো ,সাব পোস্ট অফিস ,রোডস অফিস , ৫ সাইক্লোন শেল্টার ,পুলিশ ফাঁড়ি সহ অসংখ্য প্রতিষ্ঠান।
এনজিও :-
১। আশা
২। গ্রামীণ ব্যাংক
৩। ব্রাক
৪। পদক্ষেপ
৫ । বুরো বাংলাদেশ
বেসরকারী সংস্থা গুলো মোল্লারহাট ইউনিয়নের জনগনকে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।
ব্যাংক :-
সোনালী ব্যাংক শাখা ।
গ্রামীন ব্যাংক শাখা ।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংক ।
ইসলামী এজেন্ট ব্যাংক ।
ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এজেন্ট ব্যাংক । সহ একাদিক ব্যাংক মোল্লারহাট ইউনিয়নে কার্যক্রম করে আসছে।
বীমা :-
১। পপুলার লাইফ ইন্সুরেন্স কোং
২। ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা ।
৩। প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ
৪। পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ
এ সকল বীমা প্রতিষ্ঠান সমূহ মোল্লারহাট ইউনিয়নে তাদের শাখা অফিস, দ্বারা তদের কার্যক্রম পরিচালনা করছে ।
ক্রীড়া সংগঠন :-
১। বসুন্ধরা ক্রীড়া সংঘ ও পাঠাগার (বৈশাখীয়া)
২।শাপলা ক্লাব মোল্লারহাট
সাংস্কৃতিক সংগঠন :-
১। দামামা শিল্পী গোষ্ঠী।
২। সিন্দাবাদ শিল্পী গোষ্ঠী।
এছাড়ারাও বিভিন্ন এনজিও সমুহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সংগীতানুষ্ঠান ইত্যাদি প্রচার করা হয়।
মোল্লারহাট ইউনিয়ন খাদ্য উৎপাদন :-
মোল্লারহাট ইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে সরিষা ও তিল। গম, ভূট্টা জাতীয় খাদ্য শস্য উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ জেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।
ধর্মীয় প্রতিষ্ঠান :-
হদুয়া দরবার শরীফ
হদুয়ার পীরসাহেব হযরত মাওলানা মোয়াজ্জেম হোসাইন (রহ.) ঝালকাঠি জেলাধীন নলছিটি থানার হদুয়া গ্রামের এক মশহুর ইসলামী সাধক। বলা হয় তিনি ৪১ বার পবিত্র হজ্জ পালন করেছিলেন। তিনি ১৯৩৫ সালে হদুয়াতে স্থাপন করেন এক ফোরকানীয়া মাদ্রাসা। সেটিরই বর্তমান রূপ হদুয়ার ফাজিল মাদ্রাসা। ১৯৪১ সালে মাদ্রাসাটি আলিম মনজুরী লাভ করেছিল।
মোল্লারহাট রাজাবাড়ীয়া কাথলিক চার্চ ঐতিহ্যবাহী খ্রীষ্টানদের গীর্জা :-
ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায় মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়ীয়া ঐতিহ্যবাহী খ্রিস্টানদের গীর্জা ।এখানে খ্রীষ্টানদের বসবাস শুরু হয় পতুগীজ আমল থেকে।মিমি এই খ্রীষ্টান মিশন পরিচালনা করেন।তিনি হলেন এই ধম যাজক(ইতালিয়ান)শ্রদ্ধেয় ফাদার “এজিও পিমে”। সভাপতি হিসেবে সার্বিক দেখাশুনা করেন মিঃ লাজারেজ (ফকু)গোমেজ ।বতমানে খ্রীষ্টানদের সংখ্যা ২০০ জন।
মোল্লারহাটের সাথে যোগাযোগ ব্যবস্থাঃ-
নলছিটি উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব প্রায় ১৫ কিঃমিঃনলছিটি উপজলা স্বাস্থ্য কমেপ্লক্স থেকে বাস, মটরসাইকেল কিংবা টমটম যোগে মোল্লারহাট ইউনিয়নস্থ মোল্লারহাট বাজারে আসা যায়। এছাড়া পার্শবর্তী বাকেরগঞ্জ থানার সাথে মোল্লারহাটের সাথে সড়ক পথ এবং রাজাপুর উপজেলার সাথে সহজ যোগাযোগের পথ রয়েছে ।
জেলার ঐতিহ্য শীতলপাটি উৎপাদন :-
জেলার স্লোগান “পেয়ারা আর শীতলপাটি এই নিয়ে ঝালকাঠি “পেয়ারা আটঘর কুরিয়ানা হলেও শীতলপাটির উৎপাদন মোল্লার হাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর পাটিকরপাড়াতে।

নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বিখ্যাত ব্যক্তি মোঃ জহিরুল ইসলাম—যিনি সংগীত, সামাজিক উন্নয়নকর্ম ও স্কাউট আন্দোলনে দীর্ঘদিনের অবদান রেখে স্থানীয় ও জাতীয় পরিমণ্ডলে পরিচিতি অর্জন করেছেন—তার একটি পরিচিতি নিচে উপস্থাপন করা হলো:

মোঃ জহিরুল ইসলাম — মোল্লারহাট ইউনিয়নের একজন গর্ব

জন্মস্থান: ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন
পরিচিতি: সংগীত শিল্পী, সামাজিক কর্মী ও উন্নয়নকর্মী

সংগীতে অবদান

স্কাউট ও সামাজিক কর্মকাণ্ড

উন্নয়নকর্মে নেতৃত্ব

শিক্ষা

ব্যক্তিত্ব

 

Exit mobile version