আজকের ঝলক নিউজ

ট্রাম্পকে একটি ভোটও দিল না কেউ!

Spread the love

সারা বিশ্বের চোখ এখন আ’মেরিকার দিকে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশ’টিতে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ’রই মধ্যে বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে ভো’ট-গ্রহণও।

শুরুতেই নিউ হ্যাম্পশায়ারের ডি’ক্সভিলে নচ গ্রামের বাসিন্দারা তাদের ‘ভোট প্রদান করে’ছেন। ভোট গ্র’হণের কয়েক মিনিটের মধ্যে ভোটগুলো গণনাও ক’রা হয়।

নিউ হ্যাম্পশায়ারের ডি’ক্সভিলে নচ গ্রামে পাঁচটি ভোটে’র সবগুলোই পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বা’ইডেন। বিপরীতে একটি ভোটও পাননি বর্ত’মান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এই কেন্দ্রের ফ’লাফল প্রেসিডেন্ট নির্বাচনে তেমন এ’কটা প্রভাব ফেলে না। ২০১৬ সালের নি’র্বাচনে এ কে’ন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লি’নটন জিতেও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি।

ডিক্সভিলে ন’চ গ্রামের বাসিন্দারা ‘ঐতিহ্যগত’ভাবে’ ১৯৬০ সাল থে’কে প্রেসিডেন্ট নির্বাচনে সবা’র আগে ভোট দিয়ে আসছেন। ডিক্সভিলে নচের পার্শ্ববর্তী মি’লসফিল্ডেও রাতে ভোট গ্র’হণ শুরু হয়েছে। তবে একই ঐতিহ্য অ’নুসরণ করে আসা এই এলাকার তৃ’তীয় আরেকটি গ্রামে ক’রোনাভাইরাস মহামারির কারণে এ’বার রাতের সময়ে ভোট দেওয়া থে’কে বিরত রয়েছে।

সূত্র: সিএনএন

Exit mobile version