আজকের ঝলক নিউজ

খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসার সুযোগ না দেয়ায় ইবি জিয়া পরিষদের নিন্দা

Spread the love

নিজস্ব প্রতিবেদক-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন। এই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসার সুযোগ না দেয়ায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ। রবিবার জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। তাঁর পরিবার এবং দলের পক্ষ থেকে উপযুক্ত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেশের বাইরে যাবার অনুমোদনের জন্য বার বার আবেদন জানানো হয়েছে। কিন্তু সরকার বরাবরই এ বিষয়ে বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর আচরণ প্রদর্শন করে আসছে। এ পরিস্থিতিতে যদি খালেদা জিয়ার কোন দুর্ঘটনা ঘটে যায় এবং দেশে কোনো বিশৃঙ্খলা শুরু হয় তবে এর দায় সরকারকেই বহন করতে হবে।

দেশের একজন সিনিয়র নাগরিক হিসেবে চিকিৎসা পাওয়া তাঁর সাংবিধানিক অধিকার। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং জরুরী ভিত্তিতে দেশের জনপ্রিয় নেত্রীকে সুচিকিৎসা পথ সুগম করে দেবেন।

Exit mobile version