প্রধানমন্ত্রীকে শাল্লায় এসে ক্ষমা চাইতে বল্লেন জাফরুল্লাহ

Spread the love

প্রধানমন্ত্রীকে শাল্লায় এসে ক্ষমা চাইতে বল্লেন জাফরুল্লাহ !

 

মঙ্গলবার (২৩ মার্চ) সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন ।

তিনি বলেন, ‘দেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো ঘটনার রায় সুষ্ঠুভাবে দিতে পারেনি। তারা ওপর মহলের ইশারায় বিচারের রায় দেন।’

বাংলাদেশের বিচার বিভাগের কোমর ভাঙা বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরকার দলের লোক শাল্লার নোয়াগাঁও সংখ্যালঘুদের উপর এমন ঘটনা ঘটিয়েছে সেটা সত্যি খুব লজ্জাজনক। ওই লজ্জা আমরা কোথায় রাখব। সরকারের পুলিশ প্রশাসন এখানকার মানুষদের রক্ষা করতে পারেনি। অবিলম্বে এখানে যতজন দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে।

তিনি আরো বলেন, তিনি বলেন, ‘ওই দিনগুলো দেখার জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? দেশ স্বাধীন করেছিলাম? যে দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না। আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই আগামী সাত দিনের মধ্যে ওই মামলার তদন্ত শেষ করতে হবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাল্লার ওই গ্রামে এসে ক্ষমা চাইতে হবে।’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

ভিডিও

https://www.youtube.com/watch?v=WGVjKqK_Rpw&list=RDMMWGVjKqK_Rpw&start_radio=1



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »