আজকের ঝলক নিউজ

হিমেল হাওয়া ও কুয়াশায় প; গড়ে জেঁকে বসেছে শীত

Spread the love

মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,প; গড় ঃ উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় প; গড়ে জেঁকে বসেছে শীত। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকছে শীত। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যেতে পারছেন না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে স্থানীয় নিম্ন আয়ের লোকজন রাস্তার পাশে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষজন সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।বুধবার (৯ ডিসেম্বর) ভোরে কুয়াশা থাকায় প; গড়ের বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। প; গড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, প; গড়ে তাপমাত্রা কমতে শুরু করছে।বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।এদিকে মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Exit mobile version