আজকের ঝলক নিউজ

বরিশালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে

Spread the love

উজিরপুর পৌ’রসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি এবং ই’সলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন প্রার্থী মেয়র পদে এবং সং’রক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ ওয়ার্ড কা’উন্সিলর পদে ২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জ’মা দেন। উজিরপুরে সংরক্ষিত কাউন্সিলর পদে আঁখি খা’নম নামে এক জনের মনোনয়ন পত্রে ত্রু’টি থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
মনোনয়ন বাছাইতে উ’ত্তীর্ণ প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ম’নোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রা’র্থীদের মাঝে আগামী ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন জে’লা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।

প্রথম ধাপে অ’নুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে বরিশালের বাকে’রগঞ্জ ও উজিরপুর পৌরসভায় মে’য়র, সাধারণ কাউন্সিলর ও সং’রক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অ’নুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থে’কে বরিশাল আঞ্চলিক নির্বাচন কা’র্যালয়ে প্রথমে বাকেরগঞ্জ এবং প’রে উজিরপুর পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র যা’ছাই করা হয়।

জেলা নির্বাচন ক’র্মকর্তা মো. নুরুল আলম বলেন, বাকে’রগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি এবং ই’সলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন প্রার্থী মে’য়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। এ’ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সং’রক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রা’র্থী মনোনয়ন পত্র জমা দেন।

Exit mobile version