আজকের ঝলক নিউজ

জগন্নাথপুরে ১০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ লিটার চোলাইমদসহ নূর আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফাতরকৃত মাদক ব্যবসায়ী জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর আলম ভিলা কলোনীর ভাড়াটিয়া মছদ্দর আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে এএসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পৌরসভার হবিবনগর এলাকার থেকে মাদক ব্যবসায়ী নূর আলীকে গ্রেফতার করে। এসময় আসামীর নিকট থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে এএসআই মনির হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে রবিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version