আজকের ঝলক নিউজ

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় কারাদন্ড

Spread the love

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় এক ব্যক্তিকে তিনদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দন্ড প্রদান করেন।

করেনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার হাসপাতাল কেশবপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় রুবেল মিয়া (২১) নামের এক বেসরকারী কোম্পানির প্রতিনিধি দন্ডিত অর্থ ৫শটাকা তাঁর নিকট থাকার পরও জরিমানার টাকা দিতে অস্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিনদিনের কারাদন্ড প্রদান করেন এবং মুখে মাস্ক ব্যবহার না করায় জনের নিকট থেকে হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। এছাড়া মাস্ক পরিধানে সচেতনতামূলক প্রচারনা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত বলেন, দন্ডিত ব্যক্তিকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।