আজকের ঝলক নিউজ

করোনাকালে ক্লাস নেওয়ায় প্রধান শিক্ষককে জরিমানা

Spread the love

করোনাকালে স’রকারি নির্দেশনা অমান্য করে স্কু’ল খুলে পাঠদানের অ’ভিযোগে কুষ্টিয়ার কু”মারখালীতে একটি প্রাথমিক বি’দ্যালয়ের প্রধান শিক্ষককে জ’রিমানা করেছেন ভ্রাম্যমাণ আ’দালত। সেই সঙ্গে ওই শি’ক্ষককে ১০ হাজার টা’কা জরিমানা ও শোকজ করা হয়।

মঙ্গল’বার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উ’পজেলার সুলতানপুর সরকারি প্রা’থমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপ’জেলার সদকী ইউনিয়নের সুল’তানপুর সরকারি প্রাথমিক বিদ্যাল’য়ের প্রধান শিক্ষক মাহাবুব আ’লম সরকারি নির্দেশ অ’মান্য করে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান ‘অব্যাহত রাখাকালীন নির্বাহী ম্যাজি’স্ট্রেট ও উপজেলা নির্বাহী অ’ফিসার রাজিবুল ইসলাম খা’ন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ’সময় তাকে ১০ হাজার টাকা অর্থ’দণ্ড ও উপজেলা শিক্ষা অ’ফিসারকে প্রয়ো’জনীয় ব্যবস্থা গ্র’হণের নির্দেশ দেন।

উপ’জেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীন ‘জানান, সরকারি নি’র্দেশ অমান্য করে পাঠদানের অ’পরাধে প্রধান শিক্ষককে শো’কজ করা হয়েছে। এবং কারণ দর্শানোর নি’র্দেশ দেয়া হয়েছে।

প্রধান শি’ক্ষক মাহাবুব আলম জানান, প্র’তিদিন নয়, মাঝে মাঝে বা’চ্চাদের ক্লাস নেয়া হয়। এ অ’পরাধে যদি অপরাধী হই তা’হলে কিছু ব’লার নাই।

Exit mobile version