আজকের ঝলক নিউজ

বোদায় ট্রাকের ধাক্কায় গৃহবধুর মৃত্যু স্বামী সন্তান আহত

Spread the love

মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,প; গড় ঃ প; গড় জেলার বোদায় ট্রাকের ধাক্কায় সুমিতা (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বিলাস (৩৫) ও শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) রাতে প; গড়-ঢাকা মহাসড়কের ভীমপুকুর নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সুমিতার বাড়ি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিলাস স্বপরিবারে মোটরসাইকেল যোগে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে যাচ্ছিল। পথিমধ্যে ভীমপুকুর নামক স্থানে আসলে প; গড়গামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের সবাই সড়কের ওপর পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমিতাকে মৃত ঘোষণা করে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান সড়ক দূর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version