আজকের ঝলক নিউজ

মসজিদে নিয়মিত নামাজ আদায় করে পুরস্কার পেল ৭ শিশু

Spread the love
FacebookTwitterLinkedinPinterestWhatsappFacebook MessengerEmail

নোয়াখালী সদর উপজে’লার উজ্জলপুর গ্রামে ৪০ দিন’ব্যাপী মসজিদে তাকবিরে উলার সহিত পাঁ’চ ওয়াক্ত নামাজ আদায়কারী ৭ শিশু মুসল্লিকে সংবর্ধনা ও পুর’স্কার প্রদান করা হয়েছে। পুর’স্কার হিসেবে ৭ শিশু মুসল্লির মধ্যে চার’জনকে বাইসাইকেল ও তিনজনকে ইসলামিক বই প্র’দান করা হয়।

গতকাল বৃহ’স্পতিবার বিকালে সদর উপজেলা পরি’ষদ মিলনায়তনে সদর উপজে’লা ইমাম-খতীব ওলামা কল্যা’ণ ফেডারেশনের তত্ত্বাবধানে ও উ’জ্জলপুর ধর্মানুরাগী প্রবাসীদের অর্থা’য়নে এ সংবর্ধনা ও পুরস্কার প্র’দান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নামাজ আদায়কারী শিশু’দের হাতে পুরস্কার তুলে দে’ন সদর উপজেলা পরি”ষদের চেয়ারম্যান একেএ’ম সামছুদ্দিন জেহান।

ইমাম-খতীব ওলা’মা কল্যাণ ফেডারেশন নোয়াখালীর সভাপতি মা’ওলনা মুফ্তী গিয়াস উদ্দিনের সভা’পতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উ’পস্থিত ছিলেন সহকারী কমিশ’নার (ভূমি) মোহাম্ম’দ জাকারিয়া, উপজেলা শিক্ষা অ’ফিসার ছিদ্দিকুর রহমান, নোয়াখালী পৌরস’ভার কাউন্সিলর সাংবাদিক জা’হিদুর রহমান শামীম, নোয়াখালী ইউ’নিয়ন পরিষদের চেয়ার’ম্যান আতাউর রহমান নাছের, না’ইস গেস্ট হাউজের চেয়ার’ম্যান মো. শওকত আলী।

অনুষ্ঠানে ব’ক্তারা বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে পাঁচ ও’য়াক্ত নামাজ মসজিদে গি’য়ে তাকরিরে উলার সহিত আদায় কর’তে হবে। চল্লিশ দিন মসজিদে গিয়ে না’মাজ আদায় করায় শিশু’দের সংবর্ধনা ও পুর’স্কার দিয়ে নামাজের প্রতি অন্যদের উৎসাহিত ক’রা হচ্ছে। এমন মহতি উদ্যো’গের জন্য প্রবাসী জিল্লুর র’হমান সজিব, ওমর ‘ফারুক বাবলু ও শরীফ উদ্দিনের প্রতি কৃ’তজ্ঞতা।

FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsappEmail
Exit mobile version